উকিলপাড়া হোসিয়ারী পূজা কমিটির আমন্ত্রনে মন্ডপ পরিদর্শন করেন মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু।
রবিবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭ টায় উকিলপাড়া মন্ডপ পরিদর্শন করেন বিএনপির নেতৃবৃন্দরা।
পরিদর্শন কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আব্দুস সবুর খান সেন্টু বলেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান ধর্মের সকলের মিলিত স্বপ্নে গড়া আমাদের বাংলাদেশ। এদেশে ধর্ম যার যার উৎসব সবার এই শ্লোগানে আমরা বিশ^াসী। আমরা ধর্মের দিক দিয়ে পৃথক হতে পারি কিন্তু আমাদের মধ্যে জাতিগত কোন বেদাবেদ নেই।
এসময়ে আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য ও সদর থানা বিএনপির সদস্য সচিব আওলাদ হোসেন, মহানগর বিএনপির সদস্য ও বন্দর উপজেলা বিএনপির আহবায়ক এ্যাড. বিল্লাল হোসেন, মহানগর বিএনপির সদস্য মনোয়ার হোসেন শোখন, সদর থানা বিএনপির যুগ্ম-আহবায়ক নাসিক ১৪নং ওয়ার্ড বিএনপির আহবায়ক দিদার খন্দকার, সাধারণ সম্পাদক হাজী সোহেল, সদর থানা বিএনপির যুগ্ম-আহবায়ক এ্যাড. শহীদ সারোয়ার, পারভেজ আলম, সদস্য শহীদ হাসান, উকিলপাড়া হোসিয়ারী পূজা কমিটির সাধারণ সম্পাদক শ্রী কৃষ্ণ শাহা, উপদেষ্টা চন্দন কুমার, মন্টু ভদ্র সহ অন্যান্য নেতৃবৃন্দ।