সনাতন ধর্মাবলীদের মহা উৎসব শারদীয় দুর্গা পূজায় বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করলেন নারায়ণগঞ্জ জেলা মুক্তিযুদ্ধ প্রজন্মসংসদের সভাপতি ও নাসিক ১৫ নং ওয়ার্ডের জনপ্রিয়মুখ সমাজ সেবক এইচ এম রাসেল ও ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি – সেক্রেটারী।
সোমবার ( ২৩ অক্টোবর ) বাদ এশা ১৫ নং ওয়ার্ডের গোপিনাথ আকড়া হইতে শুরু করে ডালপট্টি পূজা মন্ডপ, নিতাইগঞ্জ, বলদেব আকড়া, বঙ্গবীহার, করিম মার্কেট, নিউ নয়া মাটি সহ বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করা হয়।
সনাতন ধর্মাবলীদের শারদীয় পূজা উৎসবের শুভেচ্ছা জানিয়ে এইচ এম রাসেল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও নারায়ণগঞ্জ ৪ আসনের সাংসদ জননেতা একেএম শামীম ওসমান’র নির্দেশে পালনে আমরা বিভিন্ন মন্ডব পরিদর্শন করি। এবং প্রতিনিয়তই আমরা ওয়ার্ডের মন্ডপ গুলোতে খোজ খবর রাখছি।কোন প্রকার দুষ্কৃতিকারী যেন এ উৎসবকে বিঘ্ন ঘটাতে না পারে। এ উৎসব সনাতন ধর্মাবলীদের একা নয় তাদের সাথে আনন্দো ভাগাভাগি করতে তাদের পাশে রয়েছি।
সভাপতি আব্দুর রহিম বলেন, আমাদের এমপি মহোদয়, জেলা প্রশাসন প্রশাসকে ধন্যবাদ জানাই পূজা মন্ডব
এত সুন্দর পরিবেশ তৈয়রী করে দিয়েছে। পাশা-পাশি পূজা পরিচালনা কমিটি ও এইচ এম রাসেল সব সময় মন্ডপের খোজ খবর রাখায় তাদেরকেও ধন্যবাদ জানাই। বিশেষ করো আমাদের ১৫ নং ওয়ার্ডে একজন জনবান্ধব জনপ্রতিনিধির প্রয়োজন। আগামী সিটি নির্বাচনে আমরা ওয়ার্ডবাসি রাসেল’কে চাই এ প্রত্যাশা করছি।
মন্ডপ পরিদর্শনে আরোও উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক গাজী আব্দুর রশিদ, ১৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল রহিম, সাধারণ সম্পাদক প্রতীক ঘোষাল পল, আওয়ামীলীগ নেতা সাহাকুদ্দিন মাস্টার, সাইফুদ্দি আহম্মেদ বাবু, সাগর দেবনাথ, রাসেদুল ইসলাম রানা, মিজানুর রহমান মিজান, আনোয়ার হোসেন আনু, মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদের সসভাপতি সাইফুল ইসলাম, জুয়েল হোসেন, সুজন, রায় হান ভূইয়া, নুর-হোসেন কাবির প্রমুখ।