বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠ-নিরপেক্ষ জাতীয় নির্বাচন সংখ্যানুপাতিক নির্বাচন(PR) পদ্ধতির প্রবর্তন ও ব্যর্থ নির্বাচন কমিশন বাতিলের দাবীতে ইলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এর আয়োজনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন।
শুক্রবার (২৭ অক্টোবর) বিকাল তিনটায় নারায়ণগঞ্জ শহরের ডি.আই.টি চত্বরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সভাপতি মুফতি মুহাম্মাদ মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ সভাপতি মাওলানা মোঃ দ্বীন ইসলাম।
সভাপতির বক্তব্য মুফতি মুহাম্মাদ মাসুম বিল্লাহ বলেন, “দেশের মানুষ জন্ম হওয়ার পরে জন প্রতি ৪০ হাজার ঋণ ছিল। বর্তমান সরকার এমন উন্নয়ন করেছেন। দেশটাকে লুট করে ফেলেছেন। আমরা এ অবৈধ সরকারের পতন চাই। আগামীকাল বিরোধীদলের সমাবেশ। আমরা দেখতে পাই যখনই বিরোধী দল কিছু করে গ্রেফতার বাণিজ্য শুরু করে দেয়। ১৫ বছর ধরে যে জুলুম নির্যাতন শুরু করেছেন। আপনাদের তো দেশের বাহিরে থাকার কথা নয়। সরকারের বিরুদ্বে কথা বললে গ্রেফতার করেন। আপনারা প্রজাতন্ত্রের কর্মচারি এজেন্ডার বাস্তবায়নের চেষ্টা করবেন না। আন্দোলনকে ঘিরে জনগণ যাতে যোগাযোগ করতে না পারে সেজন্য সরকার ইন্টারনেট বন্ধ করে রেখেছে। আমরা এর তিব্র নিন্দা জানাই।”
তিনি আরোও বলেন, “আপনারা বলেন দেশে নাকি অনেক উন্নয়ন করেছেন। যদি এতোই উন্নয়ন করে থাকেন তাহলে এতো ভয় কিসের আপনাদের। আমরা কোন অজুহাত শুনতে চাই না। আপনি যদি স্বেচ্ছায় পদত্যাগ না করেন তাহলে আগামীকাল থেকে আন্দোলন শুরু করে দিব। আপনারা পদত্যাগ করবেন একজন নিরপক্ষ জাতীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। আগামী ৩রা নভেম্বর ঢাকায় আমাদের চরমোনাই পীর সাহেবের মহাসমাবেশ আপনাদের স্ত্রী-শিশু-বাচ্চা রেখে বাড়ির সকল পুরুষেরা সমাবেশে অংশগ্রহণ করবেন। এ ৩ তারিখে ট্রর্নেডোর আঘাতে লন্ডভন্ড হয়ে যাবে জালিম সরকার।”
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর সেক্রেটারি যথাক্রমে জাহাঙ্গীর কবির ও সুলতান মাহমুদ-এর যৌথ সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলার সহ-সভাপতি মাওঃ শফিকুল ইসলাম, মহানগর সহ-সভাপতি মুহাঃ নুর হোসেন, জেলা ও মহানগর জেয়েন্ট সেক্রেটারি যথাক্রমে হাজী আমান উল্লাহ ও ডা. মুহাঃ সাইফুল ইসলাম, জেলা ও মহানগর সাংগঠনিক সম্পাদক যথাক্রমে মুহাঃ ফারুক আহমেদ মুন্সী ও মাওঃ শামসুল আলম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জেলা ও মহানগর সভাপতি মুহাঃ যোবায়ের হোসেন ও এইচ এম রবিউল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ জেলা ও মহানগর সভাপতি ওমর ফারুক ও মাওঃ হাবীবুল্লাহ হাবিব, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জেলা ও মহানগর সভাপতি যথাক্রমে আঃ হান্নান ও মেহেদী হাসান, শিক্ষক ফোরাম জেলা সভাপতি ক্বারী রেজাউল করীম মহানগর সহ-সভাপতি মুহাঃ আমির হোসেন প্রমুখ।
পরিশেষে মিছিলটি নগরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে চাষাড়া মোড়ে এসে দেশ, মানবতার শান্তি-মুক্তি এবং ফিলিস্তিনের মুসলমানদের জন্য মুনাজাত করা হয়।