ঢাকায় আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে যোগদান করেছেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা।
শনিবার (২৮ অক্টোবর) বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সকাল থেকে শহরের বিভিন্ন পয়েন্ট থেকে বাস ট্রাকে করে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন ছাত্রলীগের নেতাকর্মীরা। সকালেই ঢাকার গুলিস্তান এলাকায় জড়ো হন ছাত্রলীগ নেতাকর্মীরা। পরে সেখান থেকে থেকে মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন তারা।
এসময় মহানগর ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের কয়েক হাজার নেতাকর্মী মিছিল নিয়ে সমাবেশে অংশ নেন।