ঢাকায় বিএনপির মহাসমাবেশে সংঘর্ষ শুরু হলে এতে যুক্ত হয়ে সড়কে জোরালো অবস্থান নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি।
শনিবার (২৮ অক্টোবর) বিকেলে ঢাকায় নয়াপল্টনে বিএনপির সমাবেশ স্থগিত হবার পর সেখানে আওয়ামীলীগের নেতাকর্মীরা দখলে নিতে আসলে এ সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে দলের নারায়ণগঞ্জের বিভিন্ন পর্যায়ের কর্মীরা যোগ দেন। পরে পুলিশ ও আওয়ামীলীগের সাথে লাঠিসোটা নিয়ে ইট ছুড়তে ছুড়তে আবারো নয়াপল্টন দখলে নেয় নেতাকর্মীরা।
সংঘর্ষে পুরো নয়াপল্টন এলাকা রণক্ষেত্রে পরিনত হয়। পরে সেখানে ব্যাপক টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ।
এসময় ঢাকায় নেতাকর্মীদের সাথে নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীরা সরব অংশগ্রহণ করে সেখানে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন জানান, আমাদের নেতাকর্মীরা যখন পুলিশ ও আওয়ামীলীগ সমাবেশে হামলা শুরু করে তখন থেকেই প্রতিরোধ শুরু করে। নয়াপল্টন আবার দখলে নিয়ে লড়াই করে আওয়ামীলীগ ও পুলিশকে পেছনে হটায় তারা। এসময় কয়েকজন আহত হয় ইটের আঘাতে।