নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল বলেছেন, আমরা খবর পেয়েছি ঢাকা নারায়ণগঞ্জের ট্রেন লাইনের ওপরে বিস্ফোরক রয়েছে। আমরা সেটার সত্যতা যাচাইয়ের জন্য আমাদের ফতুল্লা ও সদর থানার ওসিকে ঘটনাস্থলে পাঠিয়েছি। তবে এখনও ঘটনার সত্যতা পাইনি।
শনিবার (২৮ অক্টোবর) ঢাকায় বিএনপির ও আওয়ামী লীগের সমাবেশকে ঘিরে ঢাকার প্রবেশপথ সাইনবোর্ড এলাকায় পুলিশের চেকপোস্ট পরিদর্শন শেষে একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, কেউ যেন ঢাকায় বিস্ফোরক নিয়ে প্রবেশ বা নাশকতা ঘটতে পারে এমন দ্রব্যাদি নিয়ে প্রবেশ করতে না পারে সেটা নিশ্চিতের জন্য আমরা ধারাবাহিক ভাবে কাজ করছি।
তিনি বলেন, এটি আমাদের নিয়মিত চেকপোস্টের একটা অংশ। এটা আগের চেয়ে কিছুটা বেড়েছে। কারণ আপনারা জানেন আজ ঢাকায় দুটি দলের সমাবেশ। এই সমাবেশকে ঘিরে কেউ যেন কোন নাশকতা বা অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে। আমরা সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার জন্য এটি করছি।
তিমি আরো বলেন, সাধারণ মানুষের ভোগান্তির কোন খবর আমাদের কাছে আসেনি। এখন পর্যন্ত আমাদের চেকপোস্টে কোন আটকের ঘটনা ঘটেনি।