নারায়ণগঞ্জের বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে ঢাকায় বিএনপির মহাসমাবেশে যোগ দিয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।
শনিবার (২৮ অক্টোবর) ঢাকায় নয়াপল্টনে এ সমাবেশের ঘোষণা দেয় বিএনপি। সমাবেশ থেকে রোববার দেশব্যাপী হরতালের ঘোষণা দেওয়া হয়।
এর আগে সকাল থেকে হাজার হাজার নেতাকর্মীর বিশাল বহর উপস্থিত হন নয়াপল্টন এলাকায়। সেখানে হাজার হাজার নেতাকর্মীদের সাথে নিয়ে সমাবেশে যোগ দেন আজাদ।
সমাবেশে যাবার পর তিনি মঞ্চে উঠে নেতাকর্মীদের উৎসাহিত করেন এবং তার নেতাকর্মীরা মঞ্চের সামনে অবস্থান নেয়। এর মাঝে সংঘর্ষ শুরু হলে মঞ্চ থেকে সবাই নেমে যায়। এসময় সবাই নেমে গেলেও নজরুল ইসলাম আজাদ মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পাশে দাঁড়িয়ে থাকেন এবং তার নেতাকর্মীরা নিচে থাকেন। পরে মহাসচিব পরবর্তী কর্মসূচী ঘোষণা করেন।