নারায়ণগঞ্জের মিশনপাড়া এলাকায় হরতালের সমর্থলে মিছিল বের করেছে মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় সড়কে টায়ারে অগ্নিসংযোগ করে তারা।
রোববার (২৯ অক্টোবর) সকাল ৯ টায় শহরের মিশনপাড়া এলাকায় মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক রাইদ ইসতিয়াকের নেতৃত্বে হরতালের সমর্থনে এ মিছিল বের হয়।
এদিকে মিছিলের খবরে পুলিশ ধাওয়া দিলে ছাত্রদলের নেতাকর্মীরা প্রতিবাদে ইটপাটকেল ছুড়ে ও সড়কে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারগ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। এসময় ছাত্রদলের সম্পাদক রাইদ গুলিবিদ্ধ হন।
মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান জানান, আমাদের সাধারণ সম্পাদক রাইদ ইসতিয়াকের নেতৃত্বে শান্তিপূর্ণ মিছিলে পুলিশ ধাওয়া দিয়েছে ও গুলি করেছে। রাইদ হাতে গুলিবিদ্ধ হয়েছেন। হরতাল দিনব্যাপী চলবে আমাদের।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা জানান, সড়কে নাশকতার চেষ্টা করার সময় ছাত্রদলের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে গেলে তারা পুলিশের উপর হামলা করে। এসময় পুলিশ বল প্রয়োগ করে তাদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। কোন আটক নেই।