নারায়ণগঞ্জে পুলিশের ধাওয়া ও টিয়ারশেল মিছিল ছত্রভঙ্গের মধ্য দিয়ে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে হরতাল সফল করতে নারায়ণগঞ্জে বিভিন্ন সড়কে মহানগর স্বেচ্ছাসেবক দলের রানা -বাবুর চমক।
রোববার (২৯ অক্টোবর) ভোর সয়টা থেকে শহরে বিভিন্ন পয়েন্টে হরতালের মিছিল বের করেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা ও সদস্য সচিব মোঃ মমিনুর রহমান বাবু ।
রানা -বাবুর নেতৃত্বে সরকার পতনের এক দফাদাবির আন্দোলনে একের পর এক চমক দেখিয়ে টপ অফ দা নারায়ণগঞ্জে শিরোনামে হলেন মহানগর স্বেচ্ছাসেবক দল।
রানা -বাবুর নেতৃত্বে সকাল ছয়টা থেকে শুরু করে সাড়ে সাতটা, দশটায়, বারোটায় ও বিকাল পর্যন্ত থেমে থেমে শহরের প্রধান প্রধান সড়কে হরতাল সফলের মিছিল শোডাউন করে দলটিতে সবার নজর কেড়ে নিলেন তারা।
বেলা দুপুরে মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউছুফ খান টিপু সহ নেতৃবৃন্দরাও এতে অংশ গ্রহণ করেন।
আন্দোলন সংগ্রামে অগ্রহণী ভূমিকা পালনে স্থানীয় বিএনপি সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা সহ জনসাধারণের মুখে এখন ঘুরে-ফিরে রানা – বাবুর কথাই বার বার উঠে এসেছেন।
রানা – বাবু হরতাল পালনের বিষয়ে জানান, আমাদের মা’ দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে যতদিন কারামুক্তি না হয় ততদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আর্দশের সন্তানেরা রাজপথে থাকবে। এ আন্দোলনের শেষ নেই। কারন যতদিন নেত্রীর বিদেশে প্রেয়ণ করে সুচিকিৎসা ব্যবস্থা না করা হয়। স্বৈরাচার সরকার পদত্যাগ না হলে। সুষ্ঠ-নিরপক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন পরিবেশ না হলে। সকল নেতা-কর্মীদের কারামুক্তি না দিলে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা নারায়ণগঞ্জ মহানগর স্বচ্ছাসেবক দল লাগাতার আন্দোলন গড়ে তুলবো।