নারায়ণগঞ্জে সকালের প্রথম ট্রেন ২ ঘন্টা শিডিউল বিলম্বে ছেড়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ কর্মজীবী যাত্রীরা।
সোমবার (৩০ অক্টোবর) সকাল ৭ টা ১৫ মিনিটের ট্রেন সকাল ৯ টা ১৫ মিনিটে ছেড়ে যায়। ট্রেনটি চাষাঢ়ায় এত সময় অপেক্ষা করে। এদিকে পুরো ট্রেন যাত্রীতে পূর্ণ ছিল।
জানা যায়, পূর্ব ঘোষণা না থাকায় এতে বিড়ম্বনায় পড়েন যাত্রীরা।
নারায়ণগঞ্জের চাষাঢ়া রেলওয়ে ষ্টেশন মাষ্টার খাজা সুজন জানান, জিআইবিআর এর একটি গাড়ি গেন্ডারিয়া ষ্টেশন পার হবার পর ট্রেন চালু হয়। এর জন্য শিডিউল বিলম্ব হয়। এটা শুধু আজকের জন্য। ৯ টা ১৫ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। যাত্রীদের বুঝিয়ে বলা হয়েছে।