নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড.সাখাওয়াত হোসেন ও মহানগর স্বেচ্ছাসেবকদল আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা সহ সদর মডেল থানার পুলিশের দায়ের করা মামলায় বিএনপির ৪৫ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। মামলায় ৭ জনকে গ্রেপ্তার দেখানোর প্রতিবাদে নিন্দা জানিয়েছেন মহানগর স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব মোঃ মমিনুর রহমান বাবু।
সোমবার (৩০ অক্টোবর) রাতে মামলার বিষয়টি নিশ্চিত হয়ে তিনি এ ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রত্যাহারের দাবী জানিয়েছন।
সংবাদমাধ্যমকে মমিনুর রহমান বাবু আরোও জানান, মামলায় মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা সহ ৪৫ জনকে আসামি করে মামলা কেছেন পুলিশ।
তিনি আরোও জানান,গতকাল আমরা শান্তিপূর্ণ কর্মসূচী পালন করেছি। নারায়ণগঞ্জে ৭টি থানায় হাজার খানেকের মত নেতৃবৃন্দেরকে এ মিথ্যা মামলা জড়িয়েছে। আমরা জানতে পেড়েছি শহরে বাস ভাংচুর, বাসে অগ্নিসংযোগ, সড়কে টায়ারে অগ্নিসংযোগ, যান চলাচলে প্রতিবন্ধকতাসহ বিভিন্ন ধরনের ঘটনায় জড়িত। তা সম্পুর্ণ মিথ্যা মামলা। আমরা এদেশের নাগরিক। দেশ ও জনগণের সার্থে দেশের সংবিধান অনুযায়ী আমরা শান্তিপূর্ণ কর্মসূচী পালন করতে পারি। জনগণ এ সরকাকে ক্ষমতায় দেখতে চায় না। ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা নিন্দা ও প্রত্যাহারের দাবী জানাচ্ছি।