নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশের দায়ের করা মামলায় বিএনপির ৪৫ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। মামলায় ৭ আসামিকে গ্রেপ্তার দেখানো হয়।
সোমবার (৩০ অক্টোবর) রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান।
তিনি জানান, সদর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদসহ ৪৫ জনকে আসামি করা হয়েছে। মামলার ৭ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তিনি আরো জানান, গতকাল শহরে বাস ভাংচুর, বাসে অগ্নিসংযোগ, সড়কে টায়ারে অগ্নিসংযোগ, যান চলাচলে প্রতিবন্ধকতাসহ বিভিন্ন ধরনের ঘটনায় জড়িত আসামিরা।
মামলার বিষয়ে মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু জানান, সম্পুর্ণ মিথ্যা মামলা। আমরা শান্তিপূর্ণ কর্মসূচী পালন করেছি। আমাদের নামে ফতুল্লা ও সদরে আমাকেও জড়িয়ে একই সময়ে দুই স্থানে দুই ঘটনা দেখিয়ে মিথ্যা মামলা দেয়া হয়েছে। এসব মামলা দিয়ে রাজপথ থেকে আমাদের দূরে রাখা যাবেনা। মামলা দিতেই আওয়ামীলীগের নেতাকর্মীরা যানবাহনে পুলিশ প্রহরায় অগ্নিসংযোগ করে বলে আমরা জেনেছি।