নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি যুবদল ও তাঁতী দলের ৬ নেতাকে ঢাকার পল্টন থানায় দায়েরকৃত পুলিশ হত্যা মামলার আসামি করা হয়েছে।
রোববার (২৯ অক্টোবর) দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন।
এদিকে মামলায় তার নাম দুইবার উল্লেখ করা হয়েছে। একবার জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে আরেকবার জেলা যুবদলের সভাপতি হিসেবে।
আসামিরা হলেন – জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, কেন্দ্রীয় তাঁতী দলের সদস্য মজিবুর রহমান, কেন্দ্রীয় যুবদলের সদস্য মমতাজউদ্দিন মন্তু, মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আরিফুর রহমান মানিক ও জেলা বিএনপি নেতা মিন্টু।
এ মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান আসামি।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন জানান, একেবারে গোজামিল ও সাজানো ঘটনা এটি, তা মামলায় স্পষ্ট। এখানে বিএনপি নেতাদের আসামি করা হয়েছে বিএনপির আন্দোলন দমাতে ও বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতে।