1. [email protected] : admin :
  2. [email protected] : Narayanaganj Press : Narayanaganj Press
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
আড়াইহাজারে রুবেল হত্যা: ১১ বছর পর সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ইউক্রেনের গোপন নথি পাচারের চেষ্টার অভিযোগে চীনা দুই নাগরিক আটক বাদী রঞ্জন কুমার রায় সুমন নিজেই হামলায় উপস্থিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সোনারগাঁ শ্রমিক দলের গণসংযোগ হাসিনার প্রেতাত্মারা এখনও ষড়যন্ত্র করছে: কাজী মনির বাবাকে হাতুড়িপেটা করে হত্যার ঘটনায় ছেলে গ্রেফতার প্রধানমন্ত্রীর ক্ষমতায় লাগাম টানতে হবে : বদিউল আলম মজুমদার ১৯ জুলাইয়ের সশস্ত্র হামলা: নতুন চিত্রে উঠে এলো শামীম ওসমান বাহিনীর চাঞ্চল্যকর তথ্য ফতুল্লা রামারবাগের শীর্ষ মাদক সম্রাট, ঝুট সন্ত্রাসী সোহেল গ্রেফতার। সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজে এইচ.এস.সি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

বিদেশে থেকে কাঁচপুরে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ করেছে বিএনপির দুই নেতা

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ২৩২ Time View

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে বিদেশে থেকে  মহাসড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে প্রতিবন্ধকতা, অগ্নিসংযোগ ও নাশকতা করেছে বিএনপির দুই নেতা।

শনিবার (২৮ অক্টোবর) রাতে কাঁচপুর ব্রীজের ঢালুতে ঢাকা সিলেট মহাসড়কে তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে অভিযোগ তুলে বিদেশে অবস্থান করা দুই নেতাসহ ১৬৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ।

এ মামলার ১৯ নাম্বার আসামি হাজী মো. মোমেন খাঁন কাঁচপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। তিনি চলতি মাসের ১৯ তারিখ চিকিৎসার জন্য ভারতে যান। বর্তমানে তিনি ভারতের এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

অপর জন মামলার ৩২ নাম্বার আসামি। কাঁচপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি পীর মোহাম্মদ পিরুর ছেলে সালেহ মোহাম্মদ শান্ত। কাঁচপুর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহবায়ক। তার বাড়ি কাঁচপুর ইউনিয়নের পূর্ব বেহাকৈর গ্রামে। তিনি চলতি বছরের ২৩ জানুয়ারি থেকে মালয়েশিয়া চাকুরীরত অবস্থায় অবস্থান করছেন। তাদের পরিবারের পক্ষ থেকে তাদের বিদেশে অবস্থানের বিষয়টি নিশ্চিত করা হয়।

 

তবে পরিবারের পক্ষ থেকে সালেহ মোহাম্মদ শান্ত রাজনীতিতে জড়িত নয় বলে দাবি করা হলেও এলাকাবাসী তাকে ছাত্রদলের যুগ্ম আহবায়ক দাবি করেন। এছাড়াও সালেহ মোহাম্মদ শান্ত তার ব্যাক্তিগত ফেসবুকে মালয়েশিয়া চাকুরীরত অবস্থানের বিষয়টি ট্যাস্টাস দেন।

 

এদিকে ঢাকা- সিলেট মহাসড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নাশকতার অভিযোগে বিএনপির ৮৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৮০ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করে পুলিশ। গত রোববার বিকেলে সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) মহিবুল্লাহ বাদি হয়ে এ মামলা দায়ের করেন। এ মামলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান, মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনসহ ৮৫ জনকে আসামি করা হয়।

 

সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেন, সামনে নির্বাচন। ফ্যাসিবাদী সরকার বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতে কাল্পনিক গল্প সাজিয়ে গায়বি মামলা দিচ্ছে। আমাদের দুজন লোক বিদেশে রয়েছেন। তারাও এ মামলার আসামি। এতেই প্রমাণ হয় পুলিশ সরকারের পক্ষে বিএনপি নেতাদের হয়রানি করতে এ মামলা দিয়েছেন।

 

মামলার বাদি সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) মহিবুল্লাহ বলেন, এ বিষয়ে আমি কোন মন্তব্য করবো না। ওসি স্যার এ বিষয়ে কথা বলতে পারবেন।

 

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ -অঞ্চল) শেখ বিল্লাল হোসেন বলেন, দুজন নেতার বিদেশে অবস্থান করার বিষয়টি জানা নেই। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বিবরণ মতে মামলা হয়েছে। তদন্ত করে  এমন কিছু পাওয়া গেলে মামলা থেকে অব্যাহতি দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© ২০২৩ | সকল স্বত্ব  নারায়ণগঞ্জ প্রেস কর্তৃক সংরক্ষিত
Designed by RIAZUL