দেশব্যাপী বিএনপি জামায়াতের ডাকা ৭২ ঘন্টা অবরোধে জ্বালাও পোড়াও নৈরাজ্যের প্রতিবাদে যুব সমাজের আস্থাভাজন আজমেরী ওসমানের নির্দেশে বিক্ষোভ মিছিল করা হয়েছে।
বিএনপি জামায়াতকে প্রতিহত করা হবে-কোনো মতেই একচুলও ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত জনপ্রিয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমানের সুযোগ্য পুত্র আজমেরী ওসমান।
মঙ্গলবার (৩১ অক্টোবর) নগরীতে বিএনপি জামায়াতের ডাকা অবরোধের প্রতিবাদে এক বিক্ষোভ কর্মসূচি শেষে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
আজমেরী ওসমান আরোও জানান, এ অপশক্তিকে মাঠ ছাড়া করতেই হবে। আমরা চাই তারা (বিএনপি) নির্বাচনে আসুক। নির্বাচন করা তাদের উদ্দেশ্য না, তারা আন্দোলন করছে অসাংবিধানিক সরকার প্রতিষ্ঠা করার জন্য। আবারও ১/১১ এর মতো একটা তথাকথিত তত্ত্বাবধায়ক সরকারের নামে তারা একটা সরকার প্রতিষ্ঠার জন্য এ আন্দোলন করছে। বিএনপি আবারও তাদের পুরোনো চেহারায় ফিরেছে-এমন অভিযোগ করে তিনি তাদের একচুলও ছাড় দেয়া হবে না বলে জানান।
এদিকে বিএনপি-জামায়াতের ৭২ ঘণ্টার অবরোধের প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ। নেতাদের অভিযোগ, অবরোধের নামে বিএনপি আবারও আগুন সন্ত্রাসের পথে হাঁটছে। অবরোধের নামে সহিংসতা করলে রাজপথে জবাব দেয়ার হুঁশিয়ারি দেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।
বিএনপির ডাকা অবরোধ প্রত্যাখ্যান করে রাজপথে সরব ক্ষমতাসীন সরকারি দল। সকাল থেকেই নগরীর পাড়া মহল্লা, ওয়ার্ড ও থানাপর্যায়ে সতর্ক অবস্থানে রয়েছে তারা। অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল করেছে সহযোগী সংগঠনগুলোও।
প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, আলী হায়দার শামীম,আজহার কমিশনার, দীপু, আলম, আমির, হোসেন, নাসির, সুমন, ইফতি, আবু, মনির হোসেন সহ আজমেরী ওসমানের হাজারো সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।