জাতীয় রাজস্ব বোর্ড এর নির্দেশনা মোতাবেক কর অঞ্চল-নারায়ণগঞ্জ কর্তৃক করদাতাগণের আয়কর রিটার্ণ দাখিল প্রাপ্তিস্বীকারপত্র প্রদান সহজীকরণের লক্ষ্যে আয়কর তথ্য সেবা মাস ২০২৩ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১ নভেম্বর) নারায়ণগঞ্জ কর কমিশনার শারমিন ফেরদৌসী এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। এই মেলা ১লা নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত কর কমিশনার, পরিদর্শী রেঞ্জ-১, মো. শব্বির আহমদ, যুগ্ম কর কমিশনার, রেঞ্জ- ২. কাজী আবু মাহমুদ ফয়সাল, রেঞ্জ-৩, ফেরদৌসী হোসেন এবং রেঞ্জ-৪ শাহ্ মোহাম্মাদ মারুফ। আরও উপস্থিত ছিলেন উপ কর কমিশনার, সদর দপ্তর (প্রশাসন), সদর দপ্তর (প্রায়োগিক), কর অঞ্চল-নারায়ণগঞ্জের সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দসহ করদাতাগণ ।
কর কমিশনার ‘আয়কর তথ্য-সেবা মাস ২০২৩’-এ করদাতাগণকে সেবা প্রদানের জন্য সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীকে নির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য, কর অঞ্চল-নারায়ণগঞ্জের অধীক্ষেত্রাধীন নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলায় বিদ্যমান আয়কর অফিসসমূহেও আয়কর তথ্য-সেবা মাস এর কার্যক্রম চলমান রয়েছে।