বিএনপির ডাকে টানা তিনদিনের অবরোধ কর্মসূচির শেষদিনেও অবরোধের সফল করার লক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে শহরে মিছিল ও পিকেটিং করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।
বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেল তিনটায় দিকে নগরীতে বিক্ষোভ মিছিল বের করে মহানগর বিএনপি। বিক্ষোভ মিছিলটি নগরীর গলাচিপা থেকে শুরু করে কালিরবাজার দিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
মিছিলে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধান, মহানগর বিএনপি’র সদস্য বরকত উল্লাহ,বন্দর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক নাজমুল হক রানা,বিএনপি শেখ সেলিম আহমেদ, নাসির উল্লাহ টিপু, আল আরিফ, মহসিন উল্লাহ, আল আমিন, জাহিদ হোসেন, সাইফুল ইসলাম বাবু, শেখ হারুন, কাজী নাঈম, শিপলু সাদিক, মহাসিন মিয়া, পলাশ প্রধান, বন্দর উপজেলা বিএনপি নেতা জাহিদ খন্দকার, তাওলাদ হোসেন, যুবদল নেতা সম্রাট হাসান সুজন,সাইফুল ইসলাম আপন, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম রাজিব, শ্রমিক দল নেতা লিটন সেলিম হোসেন, বিল্লাল হোসেনসহ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।