নারায়ণগঞ্জে তৃতীয় দিনের অবরোধে ঢাকা-মুন্সিগঞ্জ মহাসড়কে প্রায় দেড় ঘন্টা যানবাহন চলাচলের বিঘ্ন ঘটে। নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক এর নির্দেশে ফতুল্লা থানার ভারপাপ্ত আহ্বায়ক মোঃ ইসমাইল খান’র নেতৃত্বে অবরোধ সফলকরার লক্ষে ঢাকা-মুন্সিগঞ্জ মহাসড়কে মিছিল করা হয়েছে।
বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল দশটায় গোগনগরে জেলা যুবদল অবরোধের সমর্থনে ঢাকা-মুন্সিগঞ্জ মহাসড়কে অবস্থান নেন যুবদলের নেতৃবৃন্দরা।
সকাল ৯টায় গোগনগর মসজিদ সংলংগ্ন হইতে আশা ফিলিং স্টেশন পেট্রোল পাম্প পর্যন্ত গিয়ে তারা অবস্থান করেন। এসময় মালবাহী ট্রাক দিয়ে এলোপাথাড়ি করে রাখা হয়।
এসময় মিছিল থেকে নারায়ণগঞ্জ জেলা যুবদলের নেতাকর্মীরা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবি করেন। একই সঙ্গে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং বিএনপি সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক সহ দেশব্যাপী বিএনপি নেতৃবৃন্দদের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও নেতাকর্মীদের কারামুক্ত করার দাবী জানান।
এসময় উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপি’র সাধারণ সম্পাদক এডঃ বারি ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক এডঃ খন্দকার আক্তার, ফতুল্লা থানা যুব দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বিপ্লব, সহ-সাধারণ সম্পাদক সৈকত হাসান ইকবাল, যুবদলের নেতা আনিছুর রহমান আনিস, বক্তাবলি ইউনিয়ন যুবদলের নেতা খায়ের, জিয়া , মাসুম, কামাল, সুজন, মিন্টু সরদার, মাহিনূর, কুতুবপুর ইউনিয়নের যুবদলের নেতা জামাল মিয়া, দেওয়ান, ছাত্রদলের নেতা সোহাগ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি আল-আমিন সহ যুবদলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।