মেট্রোরেলের (এমআরটি লাইন-৬) আগারগাও-মতিঝিল অংশের উদ্বোধন উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের বিভাগীয় মহাসমাবেশ সফল করতে ঢাকায় মৎস্যজীবীলীগ, যুবলীগ-ছাত্রলীগসহ ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। এতে নেতৃত্ব দেন নাররায়ণগঞ্জ মহানগর মৎস্যজীবীলীগের সভাপতি নূর-হোসেন ও সাধারণ সম্পাদক মো. জনি খান।
গতকাল শনিবার (০৪ নভেম্বর) বিকেলে রাজধানীর আরামবাগ মাঠে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া কেন্দ্ৰীয় নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন এ সমাবেশে।
মহানগর মৎস্যজীবীলীগের সভাপতি নূর-হোসেন ও সাধারণ সম্পাদক মো. জনি খানের নেতৃত্বে ঢাকায় আওয়ামী লীগের বিভাগীয় মহাসমাবেশ অংশগ্রহণ করেন মৎস্যজীবীলীগের সদর থানা সভাপতি মো. রাসেল সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি সাউদ, জামাল, মঈনুল, সিদ্দিকুর রহমান প্রমুখ। সমাবেশস্থলে অবস্থান কালে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান ও ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মতিউর রহমান মতি।