মেট্রোরেলের (এমআরটি লাইন-৬) আগারগাও-মতিঝিল অংশের উদ্বোধন উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের বিভাগীয় মহাসমাবেশ সফল করতে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ-ছাত্রলীগসহ ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। এতে নেতৃত্ব দেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার হাসনাত ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জি: মাসুদুর রহমান মাসুম।
গতকাল শনিবার (০৪ নভেম্বর) বিকেলে রাজধানীর আরামবাগ মাঠে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া কেন্দ্ৰীয় নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন এ সমাবেশে।
মিছিল শেষে সাবেক এমপি কায়সার হাসনাত বলেন, দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী আগারগাঁ থেকে মেট্রোরেলে করে মতিঝিলে উপস্থিত হয়েছেন। আজকের মাইল ফলক, উন্নয়নের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সাধারণ জনগণ ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে ষেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করার জন্য মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। সোনারগাঁ উপজেলার আওয়ামীলীগের নেতৃবৃন্দরা এখানে উপস্থিত হওয়ার মূল উদ্দেশ্য হলো বিএনপির আগুন সন্ত্রাস ইসমাগলার
আমরা চাইনা। দ্বাদশ নির্বাচনে শেখ হাসিনা প্রধানমন্ত্রী যতক্ষণ পর্যন্ত না হবে আমরা রাজপথে থাকবো।
পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জি: মাসুদুর রহমান মাসুম বলেন, আমরা সোনারগাঁ আওয়ামীলীগের সভাপতি সামসুল হক ভূঁইয়া ও সাধারণ সম্পাদক কায়সার হাসনাত ভাইয়ের নেতৃত্বে সমাবেশে হাজারো নেতাকর্মীদের উপস্থিতি হয়েছে। বিএনপি’ র হরতাল – অবরোধে সোনারগাঁ চৌরাস্তায় হাইওয়ে সড়কে আমরা অবস্থান করি। আমরা ৪ দিন মাঠে ছিলাম। সোনারগাঁয়ে আমরা বিএনপির নৈরাজ্য করতে দেই নাই। সোনারগাঁ মানুষ নিরাপদে ছিলেন। অতিতেও ছিলাম আগামী ৪৮ ঘন্টা অবরোধ প্রতিহত করতে আমরা মাঠে থাকব।
কায়সার ও মাসুমের নেতৃত্বে নেতাকর্মীদের সরব উপস্থিতিতে এবং উন্নয়নের পক্ষে স্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে রাজপথ।