ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে দুর্বৃত্তরাদের আগুনে পুরলো
শাহ সিমেন্টের পার্কিং করা কাভার্ডভ্যান।
সোমবার (৬ নভেম্বর) রাত পৌনে ৯টায় ফতুল্লার কায়েমপুর এলাকায় জেলা এলজিইডি বভন সংলংগ্নে এ ঘটনা ঘটে।
কভার্ডভ্যানের চালক জিল্লুর রহমান জানান, নরসিংদী শহর থেকে সিমেন্ট আনলোড করে শাহ সিমেন্ট কারখানায় উদ্দশ্যে যাওয়ার পথে চা-পানের জন্য গাড়ি পাকিং করি যার নং (ঢাকা মেট্রো-উ ১১-১৫০৮)। কভার্ডভ্যান নারায়ণগঞ্জ জেলা এলজিডি বভনের কিছুটা দূরে সড়কের পাশে গাড়ি পার্কিং করছিলাম। তখন আমার গাড়ির সামনে একটি মাইক্রো এসে পার্কিং করে। এ সময় পেছন থেকে ছয়-সাতজন লোক দৌড়ে এসে আমার গাড়িতে আগুন দিয়ে সামনের মাইক্রোতে উঠে পালিয়ে যায়। পরে আমি দৌরে এসে গাড়িটাকে বালির সাথে ঘষামাজা করে আগুন নেবাতে চেষ্ঠায় ব্যর্থ হইলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করেন।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম জানান, কভার্ডভ্যানে আগুন দিয়ে কালো রংয়ের নোয়া মাইক্রো যোগে যখন দুর্বৃত্তরা পালিয়ে যাচ্ছিল তখন আমাদের পুলিশের একটি টিম তাদের ধাওয়া করে। এসময় পথিমধ্যে দুর্বৃত্তরা মাইক্রো থেকে লাফিয়ে পালিয়ে যায়। তখন চালকসহ মাইক্রোটিকে পুলিশ আটক করে। চালককে জিজ্ঞাসাবাদ চলছে। পরে বিস্তারিত জানানো হবে।
অবরোধ চলাকালে একই দিনে এমনই এক ঘটনার খবর সুনাগেছে গোগনগরে দুর্বৃত্তরাদের আগুনে পরেছে শাহ- সিমেন্টের গাড়ি। তবে এটার বিস্তারিত কোন তথ্য পাওয়া যায়নি।