বিএনপির নৈরাজ্য ঠেকাতে পিকেটিংএ দায়িত্বে থাকায় পুলিশের কর্মকর্তাদেরকে বিশুদ্ধ পানি ও কমল পানি খাওয়ালেন নারায়ণগঞ্জ ৫ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নাসিম ওসমান তনয় যুবনেতা আজমেরী ওসমান। বিএনপি ও জামায়েত’র ডাকা দ্বিতীয় দফা অবরোধ ঠেকাতে শেষ দিনেও রাজপথে ছিলেন যুবসমাজের অহংকার আলহাজ্ব আজমেরী ওসমান।
সোমবার (৬ নভেম্বর) সকালে কলেজ রোড সংলগ্ন তার নিজ বাসভবন হইতে সদর, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ’র সড়ক ও মহাসড় গুলোতে বিশাল গাড়ি বহরে কর্মী-সমর্থকদের নিয়ে অবরোধ বিরোধী মিছিল করেছেন তিনি। এসময় তাকে সড়কে নেমে অবস্থান নিতেও দেখা গেছে।
আজমেরী ওসমানের সমর্থকরা জানিয়েছেন, নারায়ণগঞ্জে সদর উপজেলার সদর, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ থানা এলাকা গুলোতে জনসাধারণে নিরাপত্তা দিতে তার গাড়ি বহর নিয়ে বিভিন্ন পয়েন্টে অবস্থান করা হয়েছে। এসময় শহরের ২ নং গেইট এলাকায় ও সাইনবোর্ড এলাকায় পিকেটিংএ দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের বিশুদ্ধ পানি ও কমল পানি পানকরান তিনি। এছাড়াও আইন শৃঙ্খলা বহিনীর সদস্যদের সাথেও সৌজন্য সাক্ষাত করে পুলিশ হত্যা ও অগ্নিসন্ত্রাসদের বিরুদ্ধে প্রতিবাদ ব্যক্তয় করেন আজমেরী ওসমান।
এতে অংশ নিয়েছিলেন, আলী হায়দার শামীম, কাজি আমীর, হামিদ, নাসির, খায়রুদ্দিন মোল্লা, সুমন, ইফতি, মনির হোসেন, হোসেন, আলম, শাকিলসহ জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ীক ও শ্রমিক সংগঠনের নেতাকর্মী।