বিএনপি-জামায়াতের অগ্নিসংযোগ, ভাংচুর, অবরোধ, নৈরাজ্যের বিরুদ্ধে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ সদস্য একে.এম শামীম ওসমানের নির্দেশনায় আসিফুল ইসলাম সাজিদের নেতৃত্বে শান্তি অবরোধ বিরোধী মহড়া তাতে গ্রেফতার। পুলিশ সূত্রে জানিয়েছেন কু-প্রোরচনার শিকার হয়েছেন সাজিদ।
গতকাল রোববার (৫ নভেম্বর) সকাল ৯ টায় নিতাইগঞ্জ, স্বাধীনতা চত্ত্বরসহ আশেপাশের আরো কয়েকটি এলাকায় শান্তি মহড়া দেন সাজিদ।
বিএনপি-জামায়েতের অগ্নিসংযোগ, ভাংচুর, হরতাল অবরোধ কর্মসূচি যেন পালন না করতে পারে ও তাদের কর্মসূচি যেন সফল না হয় তাই সাংসদ সদস্য শামীম ওসমানের নির্দেশনায় সাজিদের নেতৃত্বে পাড়া-মহল্লা থেকে আসা কর্মীদের নিয়ে এই শান্তি মহড়া করা হয়। সাধারন জনগণ ও হরতাল ও অবরোধের বিরুদ্ধে এই শান্তি মহড়ায় অংশগ্রহণ করেন।
এ সময় সাদিকের নেতৃত্বে মহড়ায় উপস্থিত ছিলেন, লিও, সিমন, মিয়াদ, সাইফ, তন্ম, মিদুল, আরাফ, রাহাত, সাব্বির, জুম্মান প্রমুখ।
এবিষয়ে সদর থানা পুলিশ জানিয়েছেন পূর্ব শত্রুতার জেরে কুয়ের শিকার হয়ে ভুলবশত সন্ধ্যায় সাজিদকে থানা পুলিশ নিয়ে আসে। আমরা জানতে পারি ওকালতি প্র্যাকটিস করছেন। আমরা যাচাই বাছাই করে তাকে ছেড়ে দেই।