নারায়ণগঞ্জ জেলা মহিলা আওয়ামীলীগ কর্তৃক আযোজিত বিএনপি -জামায়াত রাজনৈতিক কর্মসূচির নামে হরতাল অবরোধ ও নৈরাজ্যের বিরুদ্ধে জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি প্রফেসর ড. শিরিন বেগম’র নেতৃত্বে বিক্ষোভ ও শান্তি সমাবেশ কর হয়েছে।
মঙ্গলবার ( ৭ নভেম্বর ) বিকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব চত্বর এলাকায় জেলা, থানা ও ইউনিয়ন মহিলা আওয়ামীলীগ ও যুবমহিলা লীগের নেতৃবৃন্দের নিয়ে বিএনপির জ্বালাও পোড়াও ও অবৈধ অবরোধ’র প্রতিবাদে বিক্ষোভ করা হয়।
বিক্ষোভ শেষে প্রফেসর ড. শিরিন বেগম বলেন, বিএনপি – জামায়াত দুইদিন পর-পর অবরোধ করে আমাদেরকে জব্দ করতে চাচ্ছে। বিএনপি – জামায়েতকে কি করে প্রতিহত করতে হয় তা সরকার ও আমরা জানি। আমরা পূনরায় ক্ষমতায় গিয়ে মানুষকে দেখিয়ে দিব জ্বালাও পোড়াও না করে ক্ষমতায় আসা যায়। তাদের হরতাল অবরোধের নামে যে নৈরাজ্যের কারনে মানুষের রুজি-রোজগার বন্ধ হচ্ছে! গাড়ি জ্বালাচ্ছে সাধারণ মানুষ অতিষ্ঠ হচ্ছে। জনগণ চায় শান্তি। তোমরা শান্তি চাইলে নির্বাচনে আসো সাধারণ মানুষকেও শান্তি দাও।
তিনি আরোও বলেন, বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে আগামিতেও জেলা মহিলা আওয়ামীলীগ আমরা রাজপথে থাকব। যতদিন না জননেত্রী শেখ হাসিনাকে পূনরায় প্রধানমন্ত্রী বানাবো ততদিনই রাজপথে থাকব। কেননা আমি চ্যালেঞ্জ করে বলতে পাড়ি প্রধাণমন্ত্রী শেখ হাসিনা দেশের মহিলাদের যে সম্মান দিয়েছে তা কেউ দেয়নি। তাই সভানেত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জের শামীম ওসমান সহ নারায়ণগঞ্জে ৫টি আসনের মধ্যে যাকে সমর্থন দিবে সেই সমর্থীত প্রার্থীকেই আমরা জয়যুক্ত করে রাজপথ ছাড়বো।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, জেলা মহিলা আওয়ামীলীগের নেত্রী এড.সেলিনা ইয়াসমিন, ফারজানা রহমান লাকী, মহানগর যুবমহিলালীগের সাধারণ সম্পাদক মনিরা সুলতানা মনি, ফতুল্লা থানা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা ভাইসচেয়ারম্যান ফাতেমা মনির, সহ-সভাপতি মিনু রহমান, কাশিপুর ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক বিলকিচ বেগম, কুতুবপুর ইউনিয়নেরর মহিলা আওয়ামীলীগের সভাপতি বিউটি বেগম, সাধারণ সম্পাদক মায়া, সিনিয়র সহ-সভাপতি জহুরা বেগম, ৯নং ওয়ার্ডের সভাপতি মাসুদা, সেক্রটারী মনিকা, ৮নং ওয়ার্ডের সভাপতি জোসনা সহ সহ অন্যান্য নেতৃবৃন্দরা।