ফতুল্লা কুতুবপুর ইউনিয়নের পিলকুনি প্রাথমিক বিদ্যালয়ের চারপাশে ১২মাস পানি জমে থাকে। ময়লা পানি ডিঙিয়ে প্রতিদিন বিদ্যালয়ে আসতে হয় কয়েকশ শিক্ষার্থীদের।
একদিকে ডেঙ্গুর চোখা রাঙানি অন্যদিকে ময়লা পানিতে অতিষ্ঠ হয়ে পরেছে শিক্ষার্থী এবং অভিভাবক মহল।
শিক্ষার্থীদের অভিভাবকরা জানায়, স্থানীয় ইউপি সদস্য ইমান আলী নির্বাচনের পর থেকে এই এলাকার উন্নয়নে কোন কাজ করেনি। নির্বাচনের আগে নানা প্রতিশ্রুতির কথা বললেও এই বিদ্যালয়ের সামনের জলাবদ্ধতা নিরসনে কোন উদ্যাোগ নিতে দেখা যায়নি। গত কয়েক মাস ধরে ডেঙ্গুর প্রবণতা বৃদ্ধি পেয়েছে। বিদ্যালয়ের পাশে ময়লা পানি জমে থাকায় শিক্ষার্থীদের ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। এই পানি নিরসনে উদ্যোগ নেয়া প্রয়োজন।
স্থানীয়রা জানায়, বিদ্যালয়ের সামনের সড়কে বছরজুড়েই পানিতে ডুকে থাকে। সড়কের পাশের ড্রেন পরিস্কার না করার কারণে পানি জমে দূর্গন্ধ ছড়ায়। এই পানি ডিঙিয়ে এলাকাবাসীসহ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াত করতে হয়। মানুষের ভোগান্তির কথা বিবেচনা করে কিছুদিন আগে এলাকাবাসী উদ্যোগ নিয়ে ড্রেন পরিস্কার করে। সড়ক থেকে পানি নেমে গেলও কয়েকদিনের মধ্যে আবারও সড়কে পানি জমে। তাঁদের অভিযোগ, স্থানীয় ইউপি সদস্য ইমান আলী এলাকার ভোগান্তি নিরসনে এগিয়ে আসে না। কেউ স্ব উদ্যোগে সমস্যা নিরসনে কাজ করলে কেন কাজ করেছে উল্টো ইউপি সদস্য ইমান আলী কৈফিয়ত নিতে আসেন। ফলে ইউপি সদস্য ইমান আলীর উপর স্থানীয়রা ক্ষিপ্ত। এই সমস্যা সমাধানে ইউপি চেয়ারম্যান মনিরুল আলম সেন্টুর হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী মহল।