বিএনপি নারীদের দিয়ে আন্দোলন সংগ্রাম পরিচালনা করার প্রতিবাদে বিএনপি-জামায়াতের নৃশংস বর্বরতার বিরুদ্ধে রুখে দাঁড়াও নারী সমাজ আহ্বানে নারায়ণগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দদের মানববন্ধন করা হয়েছে। জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি প্রফেসর ড. শিরিন বেগম’র বিশেষ আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ নভেম্বর) সকাল এগারোটায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব চত্বরে মানববন্ধনে জেলা, থানা ও ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ সহ যুবমহিলা লীগের নেতৃবৃন্দের নিয়ে বিএনপির জ্বালাও পোড়াও ও অবৈধ অবরোধের নামে নৃশংস বর্বরতার বিরুদ্ধে রুখে দাঁড়াও নারী সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বায়ন করা হয়।
মানববন্ধনে প্রফেসর ড. শিরিন বেগম বলেন, “আমরা আসা করছি আমরাই সরকার গঠন করব। আজকে বিএনপি-জামায়াতের যে বর্বরতা, নারীদের প্রতি হিংস্রতা এগুলো আমাদেরকে হতাশ করেছে। এ নিয়ে আমরা অত্যন্ত মর্মাহত। নারীরা মায়ের জাত, তাদেরকে সম্মান করা উচিত। বিএনপির আমলে নারীদের সম্মান করে নাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীবান্ধব সরকার। তিনি দেশের নারীদেরকে সম্মান দিয়েছে। আমি চ্যালেঞ্জ করে বলতে পাড়ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া কোন সসরকার দেশের নারীদের সম্মান করেন নাই।”
তিনি আরোও বলেন, “বিএনপি জ্বালাও পোড়াও করে ক্ষমতায় যেতে পারবেনা। ৮ই অক্টোবর তারা কাপড় টাপর খুলে ছেলেদের পেন্ট শার্ট পরে ঘরে ফিরছে। মাননীয় প্রধানমন্ত্রী ও প্রশাসনের কাছে আমরা বিচার চাই। মেয়েদেরকে তারা সম্মান দিবে। মেয়েরা মায়ের জাত সেই মেয়েদেরকে হাতিয়ার হিসেব করে তারা কি ক্ষমতায় যাবে। বিগত দিনে তারা ক্ষমতায় যেতে পারে নাই এবারও যেতে পারবে না। নারী বান্ধব সরকার শেখ হাসিনা সরকার। বঙ্গবন্ধু কন্য শেখের বেটি ছাড়া দেশ কেচালাবে। আমরা আওয়ামীলীগ সরকারকে ক্ষমতায় আনার সংগ্রম করছি।”
মানববন্ধনে উপস্থিত ছিলেন, জেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী এডঃ সেলিনা ইয়াসমিন, ফারজানা রহমান লাকী, মহানগর যুবমহিলা লীগের সাধারণ সম্পাদক মনিরা সুলতানা মনি, ফতুল্লা থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা ভাইসচেয়ারম্যান ফাতেমা মনির, সহ-সভাপতি মিনু রহমান, কাশিপুর ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক বিলকিচ বেগম, কুতুবপুর ইউনিয়নেরর মহিলা আওয়ামী লীগের সভাপতি বিউটি বেগম, সাধারণ সম্পাদক মায়া, সিনিয়র সহ-সভাপতি জহুরা বেগম, ৯নং ওয়ার্ডের সভাপতি মাসুদা, সেক্রটারী মনিকা, ৮নং ওয়ার্ডের সভাপতি জোসনা সহ সহ অন্যান্য নেতৃবৃন্দরা।