বিএনপির দাবি আদায়ের লক্ষে তৃতীয় বারের মত অবরোধ সফল করার দাকিতে ও ১ দফা দাবি আন্দোলনে নারায়ণগঞ্জ জেলা যুবদল আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিবের নির্দেশে জেলা ও থানা যুবদলের সৈকত হাসান ইকবাল ও আনিসুর রহমান আনিসের নেতৃত্বে অবরোধ সফল করতে মিছিল করা হয়েছে।
বৃহস্পতিবার ( ৯ নভেম্বর) বিকালে নারায়ণগঞ্জ শহরে বাবুরাইল হয়ে জিমখানা, মন্ডলপাড়ায় এলাকায় অবরোধের তৃতীয় দফা অবরোধ কর্মসূচিতে মিছিল করা হয়।
মিছিলে বিএনপির কারাবন্দি নেতৃবৃন্দ সহ বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ ও জেলা যুবদলের আহ্বায়ক সেদেকুর রহমান সাদেক এর রাজনীতির ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতুলেন। এবং নেতৃবৃন্দদের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও নেতাকর্মীদের নিঃশর্থে মুক্তির দিয়ে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি তুলেন যুবদলের নেতৃবৃন্দরা।
নেতৃবৃন্দরা জানান অনেকেই পদ – পদবীর জন্য হট্রোগোল করে দলের শৃঙ্খলা সৃষ্টি করে কিন্তু এ ক্লন্তি লগ্নে দলের দূরসময় তারা ঘরে বসে রাজনীতিতে পাকনা কথার রাজনিতীতে বড় পটু হলেও পুলিশের গ্রেফতারের ভয়ে রাজপথে না থেকে পালিয়ে ভেরাচ্ছেন। যারা গাঁ বাচার জন্য পালিয়ে ভেরাচ্ছেন। আর আমরা এ দূরসময় রাজপথে থেকে হামলা মামলার শিকার হব। ঐ সমস্ত সুবিধাবাদী লোকের কমিটিতে থাকার অধিকার নেই। যারা ঘরে বসে মামলা খাচ্ছেন তাদের আহ্বান করব ঘরে বসে মামলা না খেয়ে রাজপথে এসে মামলা খান।