জুম্মন সোহেল : নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাড. মো. জাকির হোসেনকে সদর মডেল থানার পুলিশ গ্রেফতার করেছে।
সোমবার (১৩ নভেম্বর) দুপুরে শহরের ২নং গেইট আলমাস পয়েন্ট সংলগ্ন হইতে তাকে গ্রেফতার করা হয়।
এ্যাড. জাকির হোসেন জানান, নারায়ণগঞ্জ জেলা আদালতের আমার পেশাগত দায়িত্ব পালন শেষে খাবারের জন্য কলা কিনে বাড়িতে ফেরার পথে আমাকে গ্রেফতার করে নিয়ে আসেন। আমার বিরুদ্ধে কোন মামলা নেই।
ঐ এলাকার স্থানীয়রা জানান, তাকে দেখেছি দাড়িয়ে থাকতে। সম্ভবত রিক্সার জন্য অপেক্ষায় করছিলেন তিনি। হঠাৎ একজন পুলিশ এসে তাকে পুলিশ বক্সে নিয়ে যাওয়া হয়। পরে থানায় নেওয়া হয়।
সদর থানা পুলিশ সূত্রে জানা যায়, বিগত দিনে মিশন পাড়া স্বপ্ন সুপার শপ সংলগ্ন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাব, ও সিটি কর্পোরেশন সংলংগ্নে বিএনপির নাশকতা মামলায় এ্যাড. মো. জাকির হোসেনকে গ্রেফপ্তার করা হয়েছে। যার মামলা নং ৩১, ১০, ২৩ ইং।
এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) শাহাদাত হোসেন বলেন, নাশকতা মামলায় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাড. জাকির হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তাকে নারায়ণগঞ্জ জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।