1. [email protected] : admin :
  2. [email protected] : Narayanaganj Press : Narayanaganj Press
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৪:৪৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
সোনারগাঁয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও হত্যাচেষ্টা: মাদকাসক্ত যুবক আটক উত্তরায় স্কুল ভবনে বিমান বিধ্বস্ত: নিহত ২০, আহত ১৭১, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক উত্তরায় বিমান বিধ্বস্তে মৃতের সংখ্যা বেড়ে ১৯, আহত শতাধিক উত্তরায় বিমান দুর্ঘটনা: নারী-শিশুসহ অন্তত ৬০ জন দগ্ধ, জরুরি রক্তের আহ্বান উত্তরায় বিমান বিধ্বস্ত! চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু ইমনের ফিফটিতে পাকিস্তানকে উড়িয়ে দিল বাংলাদেশ, সিরিজে ১-০ এগিয়ে টাইগাররা ফতুল্লায় হরতালে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ২ ফতুল্লা থানার সাবেক ওসি হাছান আলীর ২ বছরের কারাদণ্ড একরামুল হত্যা: বদির বিরুদ্ধে মানবতাবিরোধী মামলা মানবিক ও ভালো মানুষ না হলে দেশের উন্নতি সম্ভব নয়: সেনাপ্রধান

তিতাসের সিবিএ’র নির্বাচন উপলক্ষে কাজিম-আয়েজ’র নেতৃত্বাধীন হারিকেন মার্কায় নির্বাচনী আলোচনা সভা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ১৮১ Time View

জুম্মন সোহেল: তিতাস গ্যাস টি এন্ড ডি কোম্পানীর সিবিএ নির্বাচন ২০২৩ উপলক্ষে জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভূক্ত তিতাস গ্যাস কর্মচারী ইউনিয়ন রেজি: নং বি-১১৯৩ এর আয়োজনে কাজিম- আয়েজ’র নেতৃত্বাধীন হারিকেন মার্কায় নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

মঙ্গলবার ( ১৪ নভেম্বর ) সকালে চাষাঢ়া বালুরমাঠস্থ নারায়ণগঞ্জ তিতাস গ্যাস টিএন্ডডি কোম্পানী লিমিটেড এর কার্যালয়ের হল রুম এ নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তিতাস গ্যাস টিএন্ডডি কোম্পানীর সিবিএ নির্বাচন ২০২৩,চলতি মাসের ১৬ নভেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। সিবিএ’র সংগঠনের এ প্যানেল পঞ্চম বারেও কাজিম- আয়েজ’র নেতৃত্বাধীন প্যানেল হারিকেন মার্কা নিয়ে নির্বাচন করছেন।

 

 

এতে সভায় সভাপতিত্ব করেন সিবিএ’র সংগঠনের বর্তমান কার্যনির্বাহী কমিটির সভাপতি আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধান।

 

 

সভাপতির বক্তব্যে কাজিম উদ্দিন প্রধান বলেন, ওনাকে বদলি করা হয়েছে। উনি আমার তিতাস গ্যাসের কর্মচারী ভাই-বোনদেরকে আতঙ্কের মধ্যে রেখেছেন। রাতের বেলায় বদলি করে দেন। কিন্তু আমার ভাই -বোনড়ের যদি বদলি করতে হয় তিতাস গ্যাসের সিবিএ’র নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করে বদলি করতে হবে। তার পরেও যদি বদলি করা হয় আমরা তাকে ঘেড়াও করব তাকে আর ছাড় দিব না। বিশ্ব করোনাভাইরাসের কারণে ২০২০ সালে বাংলাদেশে যখন আসে তখন তিতাস গ্যাসে কিন্তু তিন মাস কোন কাস্টোমার আবাসিক, বাণিজ্যিক এবং শিল্প কোন গ্রাহক আমাদেরকে বিল দেন নাই। আমাদের বিলগুলো ছিল বিল গুলা উঠিয়ে মন্ত্রী মহোদয় আমাদের এলএমজির দাম দিয়েছে। আমার যদি লাভই না হয় ৫% দিবে কোথায় থেকে। তিতাস গ্যাস কোম্পানীর খুব লাজুক অবস্থায় পরে গিয়েছিল।

 

তিনি আরোও বলেন, এ তিতাস গ্যাস এস্টিভেশন ডিস্ট্রিবিউশন কোম্পানি ১৯৬৪ সালে জন্মগ্রহণ করেছে। সেখান থেকে তিল তিল করে এপর্যন্ত এসেছি। ইতি মধ্যে হাজার হাজার কর্মকর্তা কর্মচারী ভাই-বোনেরা অবসরের গিয়েছেন। যারা নতুন চাকরি নিয়ে এছেন এই তিতাস গ্যাসের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের উপর তাই সবার একসাথে কাজ করতে হবে । ভবিষ্যৎ প্রজন্মে যারা দায়িত্বে আসবে তারা যেনো বলতে না পারে যারা নেতৃত্ব দিয়েগেছে তারা লুটেপুটে খেয়েছে। এই উচ্চারণ যাতে ভবিষ্যৎ প্রজন্মরা বলতে না পারে তাই সবাই এক সাথে সচ্ছলতার সাথে কাজ করব।

 

 

পঞ্চম বারে হারিকেন প্রতীকের প্রার্থী কাজিম উদ্দিন প্রধান আরোও বলেন, মহামান্য আদালতের দ্বারে দ্বারে ঘুরে ৪ থেকে ৫ বছর লেগেছিল আমার এই সিবিএ নির্বাচন আনার জন্য। এরপর ২০১৫ সালে অনুষ্ঠিত সেই নির্বাচনে আপনারা আপনাদের প্রিয় সংগঠন জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভূক্ত তিতাস গ্যাস কর্মচারী ইউনিয়ন রেজি: নং বি-১১৯৩ কে বিপুল ভোটে নির্বাচিত করেছিলেন। আপনাদেরকে ৫% দিতে পারি নাই এছাড়া সবকিছুই দিয়েছি। আপনারা ব্যাংক থেকে কতটা বোনাস পেয়েছেন বলতে পারবেন না। আমাদের ১২ টা বোনাস জমা ছিল। সেটা যদি অর্থ মন্ত্রণালয় থেকে সমন্বয় করতে না পারতাম তাহলে আপনাদের কাছ থেকে কেটে নেওয়া হত। সুবিধাটা আমরা করে দিয়েছি। নারায়ণগঞ্জে আমার বাড়ি এখানে ভোটার রয়েছে ২৭টা। এর মধ্য একটা ভোট ছুটতে পারে। আবার দিয়েও দিতে পারে। এখান থেকে সবচে বেশি ভোট পাই টাঙ্গাইল। ামার বাড়ি নারায়ণগঞ্জ হলেও আমি বলি আমার বাড়ি টাঙ্গাইল। তাই আপনাদের কাছে আশা করব ২৭টি ভোট হারিকেন মার্কায় কাজিম – আয়েজ প্যানেলকে জয়যুক্ত করে উল্লাস করবেন।

 

 

 

সিবিএ’র সংগঠনের বর্তমান কার্যনির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক লায়ন ফারুক আহম্মেদ’র সঞ্চলনায় বক্তব্য রাখেন, শ্রমিক লীগের অন্তর্ভূক্ত তিতাস গ্যাস কর্মচারী ইউনিয়ন রেজি: নং বি-১১৯৩ সংগঠনের বর্তমানে দায়িত্বে থাকা সাধারণ সম্পাদক সৈয়দ আয়েজ উদ্দিন আহম্মেদ, সহ-সভাপতি একে এম কামাল উদ্দিন, অর্থ সম্পাদক ফারুক হোসেন শেখ, সাংগঠনিক সম্পাদক শ্রী রতন বসু, সাংস্কৃতিক সম্পাদক তাইজুল ইসলাম, কার্যকরী সদস্য শাহা মোহাম্মদ আকমন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© ২০২৩ | সকল স্বত্ব  নারায়ণগঞ্জ প্রেস কর্তৃক সংরক্ষিত
Designed by RIAZUL