দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ ৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান পুত্র অয়ন ওসমানের নির্দেশে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর’র ছাত্রলীগের উদ্যোগে আনন্দ মিছিল করেছেন নেতাকর্মীরা।
বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল নির্বাচনের নির্বাচনী তারিখ ঘোষণা করেন।
নানান জল্পনা-কল্পনার পর নির্বাচনের তারিখ নির্ধারণের পর জেলা ও মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা শহরের চাষাঢ়া থেকে মিছিল নিয়ে বঙ্গবন্ধু সড়ক ঘুরে ২ নম্বর রেলগেট এলাকায় জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয় ঘুরে শহরের প্রাণকেন্দ্র চাষাড়াস্থ বিজয় স্তম্ভ এসে সংক্ষিপ্ত বক্তব্যে আনন্দ মিছিল সমাপ্ত করেন।
মহানগর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সম্রাট তার বক্তব্যে বলেন, আমাদের গণতান্ত্রিক সরকার সংবিধান নিয়ম অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুন্দর সুষ্ঠুভাবে নির্বাচন হবে।
এতে জেলা, মহানগর, উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেন।