দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ ৫ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নাসিম ওসমান তনয় যুবনেতা আজমেরী ওসমানের নির্দেশে আনন্দ মিছিল করেছেন তার নেতৃবৃন্দরা।
বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল নির্বাচনের নির্বাচনী তারিখ ঘোষণা করেন।
নানান জল্পনা-কল্পনার পরিশেষে নির্বাচনের তারিখ নির্ধারণের পর যুবনেতা আজমেরী ওসমানের নেতাকর্মীরা রাত আটটায় শহরের আল্লামা ইকবাল রোডে কর্মী সমর্থকরা জড়ো হতে শুরু করে। সেখান থেকে চাষাঢ়া মিছিল নিয়ে বঙ্গবন্ধু সড়ক ঘুরে ২ নম্বর রেলগেট এলাকায় ডিআইটি, মন্ডলপাড়া শহর ঘুরে তার যুবনেতার বাসভবনে এসে আনন্দ মিছিল সমাপ্ত করেন।
মিছিলে নৌকা মার্কা সহ বিভিন্ন স্লোগান ধরেন নেতাকর্মীরা। এবং হাত তুলে ভি-চিহ্ন দিতে দেখা যায়।
এতে অংশ নিয়েছিলেন, বীর মুক্তিযোদ্ধা আজহার, কাজি আমীর, হামিদ, নাসির, খায়রুদ্দিন মোল্লা, সুমন, ইফতি, মনির হোসেন, হোসেন, দিপু, আলম, শাকিলসহ জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ীক ও শ্রমিক সংগঠনের নেতাকর্মী।