1. [email protected] : admin :
  2. [email protected] : Narayanaganj Press : Narayanaganj Press
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:০৮ পূর্বাহ্ন

বিভিন্ন ছদ্মনাম ব্যবহার করে ডিআইজির ভাই পরিচয় দানকারী গ্রেফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ১৩৭ Time View

সেই প্রতারক শিহাব উদ্দিন সিদ্দিকী ওরফে রিহান সিহাব ওরফে দিদারুল ইসলাম ওরফে আয়ান ওরফে আইমান এবার নারায়ণগঞ্জের ফতুল্লায় ডিআইজির ভাই পরিচয় দিয়ে গ্রেফতার হয়েছে।

 

 

বৃহস্পতিবার সকালে ফতুল্লার ভুইগড় এলাকার রূপায়ন টাউন থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করেছে।

 

 

গ্রেফতারকৃত শিহাব উদ্দিন সিদ্দিকী ওরফে রিহান সিহাব ওরফে দিদারুল ইসলাম ওরফে আয়ান ওরফে আইমান (৩০) চট্রগ্রাম জেলার ফটিকছড়ি এলাকার আবু তাহের মিয়ার ছেলে।

 

 

নারায়ণগঞ্জ জেলা ডিবি পুলিশের এসআই আবু হানিফ জানান, ডিআইজি এসবি হোডকোর্টার্স মোঃ জাহিদুল – ইসলাম সাব্বিরের ছোট ভাই পরিচয় দিয়ে শিহাব উদ্দিন সিদ্দিকী রূপায়ন টাউনে একটি ফ্ল্যাট বাসা ভাড়া নেয়। এরপর ভাড়া না দিয়ে ডিআইজির ভাই পরিচয় দিয়ে রূপায়ন টাউনের কর্মকর্তা শাহিন সারোয়ার শাকিলকে ভয়ভীতি দেখায়। তারপর বিষয়টি তদন্ত করে আইনগত সহযোগীতার জন্য জেলা ডিবি পুলিশে লিখিত আবেদন করেন রূপায়ন টাউন কর্মকর্তা।

 

 

তিনি আরো জানান, শিহাব উদ্দিন সিদ্দিকীকে গ্রেফতারের পর খোজ নিয়ে জানাযায় সে একেক নামে একেক জায়গায় গিয়ে মন্ত্রী ডিআইজি সহ সরকার ও প্রশাসনের উচ্চপদস্থদের আত্মীয় পরিচয় দিয়ে প্রতারনা করেন। এরআগে রাজধানীর কোতয়ালী থানা এলাকায় শিক্ষা উপমন্ত্রীর নাম ব্যবহার করে এক ব্যাংক কর্মকর্তার কাছ থেকে প্রতারনা করে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করেন। এছাড়াও রাজধানীসহ ভিবিন্ন থানায় তার বিরুদ্ধে একাধীক মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© ২০২৩ | সকল স্বত্ব  নারায়ণগঞ্জ প্রেস কর্তৃক সংরক্ষিত
Designed by RIAZUL