বিএনপি ও জামায়েত’র ডাকা দ্বিতীয় দফায় হরতালে বিএনপির নৈরাজ্য ঠেকাতে হরতাল প্রতিরোধ করতে নারায়ণগঞ্জ ৫ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নাসিম ওসমান তনয় যুবনেতা আজমেরী ওসমান’র নেতৃত্বে শহর জুড়ে শান্তির পতাকা নিয়ে শোডাউন করা হয়েছে।
সোমবার (২০ নভেম্বর) দুপুরে আল্লামা ইকবাল রোডস্থ নিজ বাসভবন হইতে সড়ক ও মহাসড় গুলোতে বিশাল গাড়ি বহরে কর্মী-সমর্থকদের নিয়ে হরতাল বিরোধী শান্তি মিছিল করেছেন তিনি।
আজমেরী ওসমানের সমর্থকরা শহর জুড়ে এ সময় মিছিলে স্লোগান দেন শেখ হাসিনা সরকার বার বার দরকার। জয় বাংলা জয় বঙ্গবন্ধু। উন্নয়নের সরকার বারবার দরকার। ডাক দিয়েছে আজমেরী ভাই ঘরে থাকার সময় নাই। আজমেরী ভাই আসছে রাজপথ কাপছে। কইগেলিরে গুন্ডারা আইসে তোর বাবারা। আজমেরী ভাইয়ের নেতৃত্বে আমরা আছি এক সাথে। বিভিন্ন স্লোগানে স্লোগানে ঐসমস্ত এলাকাগুলোতে মুখরিত হয়ে উঠে।
যুবনেতা আজমেরী ওসমানের পক্ষ থেকে সমর্থক বৃন্দরা বলেন, আজ বিএনপি জামায়াত যে আগুন নিয়ে খেলা করছে তা প্রতিহত করতে এবং নৈরাজ্য ঠেকাতে আমরা সাধারণ মানুষের জানমালের নিরাপৎতার বিষয়ে চিন্তা করে শহর ও শহরের বাহিরেও শান্তি মিছিল করেছি। যত দিন না বিএনপির নৈরাজ্য বন্ধ না হবে ততদিন আমরা মানুষের জানমাল নিরাপদ রাখার চেষ্ঠা করব।
যুবনেতা আজমেরী ওসমানের পক্ষ থেকে সমর্থক বৃন্দরা বলেন, আজ বিএনপি জামায়াত নৈরাজ্য ঠেকাতে আমরা সাধারণ মানুষের জানমালের নিরাপৎতার বিষয়ে চিন্তা করে শহর ও শহরের বাহিরেও শান্তি মিছিল করেছি। যত দিন না বিএনপির নৈরাজ্য বন্ধ না হবে ততদিন আমরা মানুষের জানমাল নিরাপদ রাখার চেষ্ঠা করব। তাদের আগুন – সন্ত্রাসে নিরহ মানুষ গুলা বিপদ গ্রহস্ত হচ্ছে। তাই আজমেরী ভাইয়ের নির্দেশে আমরা তাদের আগুন খেলা বন্ধ করতে আমরা পাহাড়াদার হিসেবে রয়েছি।
এতে অংশ নিয়েছিলেন, কাজি আমীর, হামিদ, নাসির, খায়রুদ্দিন মোল্লা, সুমন, ইফতি, মনির হোসেন, হোসেন, আলম, শাকিলসহ জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ীক ও শ্রমিক সংগঠনের নেতাকর্মী।