আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ ৪ আসনের সাংসদ একে এম শামীম ওসমান’কে পুনরায় নৌকার প্রার্থী মনোনীত করায় কাশিপুর ইউনিয়ন যুবলীগ নেতা মুন্না আহম্মেদ এর নেতৃত্বে আনন্দ মিছিল করা হয়েছে।
পরে কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও যুবলীগের আয়োজনে আনন্দ মিছিলে নেতাকর্মীদের নিয়ে অংশগ্রহণ করেন যুবলীগের মুন্না আহম্মেদ।
রবিবার (২৬ নভেম্বর) বাদ এশা পর কাশিপুর ইউনিয়ন ২ নং ওয়ার্ড উত্তর কাশিপুর আলীপাড়া থেকে নেতাকর্মীদের নিয়ে এ আনন্দ মিছিল বের করা হয়।
এর আগে বিকাল ৪টার দিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
কাশিপুর ইউনিয়ন যুবলীগ নেতা মুন্না আহম্মেদ বলেন, নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি উন্নয়নের রূপকার জননেতা একেএম শামীম ওসমান মহোদয়কে পুনরায়ন নৌকার মাঝি হিসেবে মনোনীত করায় আমরা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কেনোনা প্রধানমন্ত্রী সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এর সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মহোদয়কে।
মিছিলে উপস্থিত ছিলেন, কাশিপুর ২নং ওয়ার্ডের যুবলীগ নেতা মো.সোহেল, শাকিল, হাসান, সাদ্দাম, রাজা, মারুফ, শ্যামল সহ ওয়ার্ডের আরোও নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।