আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ ৪ আসনের সাংসদ একে এম শামীম ওসমান’কে পুনরায় নৌকার প্রার্থী মনোনীত করায় অয়ন ওসমানের নির্দেশে জেলা ও মহানগর ছাত্রলীগের নেতৃত্বে আনন্দ মিছিল করা হয়েছে।
রবিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬টায় অয়ন ওসমানের নির্দেশে হাজারো নেতাকর্মী এ আনন্দ মিছিলে অংশগ্রহণ করেন।
এর আগে বিকাল ৪টার দিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আনন্দ মিছিলটি নগরীর কলেজ রোডের মোড় থেকে বের হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিন করে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা নৌকা-নৌকা বলে শ্লোগান দিতে থাকে। স্লোগানে স্লোগানে পুরো নগরী মুখরিত করে তোলে তারা।
আনন্দ মিছিল শেষ সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, নারায়ণগঞ্জের মাটি ও মানুষের নেতা, গরীব-দুঃখী মানুষের আশ্রয়স্থল, নারায়ণগঞ্জের উন্নয়নের রুপকার সাংসদ শামীম ওসমান নির্বাচনের জন্য মনোনয়ন পাওয়ায় আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি।
প্রসঙ্গত, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক
সাধারণ সম্পাদক শামীম ওসমান ১৯৯৬ সালে প্রথমবারের মতাে নারায়ণগঞ্জ-৪ আসনে আ’লীগের মনােনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৪ ও ২০১৮ সালে পরপর দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, সাবেক সাধারণ সম্পাদক রাফেল আহমেদ, ছাত্রলীগ নেতা আহমেদ কাউছার, বর্তমান মহানগ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সম্রাট, সাধারণ সম্পাদক মোঃ রাসেল প্রধান, সহ-সভাপতি আনারুল হক, অনাবিল দাশ নির্ঝর, যুগ্ম-সাধারণ সম্পাদক সিমান্ত মল্লিক, সাংগঠনিক সম্পাদক সম্রাট সুফিয়ান সহ জেলা ও মহানগরের বিভিন্ন ওয়ার্ডের ছাত্রলীগের নেতাকর্মীরা।