প্রশাসনের কঠোর অবস্থানের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ শহরের প্রাণ কেন্দ্রে অবরোধের সমর্থনে মিছিল করেছেন মহানগর স্বেচ্ছাসেবক দল’র আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দরা।
সোমবার ( ২৭ নভেম্বর ) সকালে শহরের দুই নম্বর গেইট হইতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব পর্যন্ত এ মিছিল করা হয়।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদের ‘একতরফা’ তফসিলের প্রতিবাদ ও সরকারের পদত্যাগের,নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও ১ দফা দাবিতে সপ্তম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির পালনে মিছিল করেছেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদল আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দরা।
কেন্দ্রীয় বিএনপির কর্মসূচি ঘোষণার প্রত্যেকটি নির্দেশ পালন করে যাচ্ছে বিএনপির সহযোগী সংগঠনের স্বেচ্ছাসেবক আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দরা।
এতে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
মহানগর স্বেচ্ছাসেবক দলের অনেক নেতৃবৃন্দর সাথে আলাপ কালে জানা যায়, দল যখন যে নির্দেশনা দিবে ঠিক সেই নির্দেশ মোতাবেক অনুযায়ী কাজ করব আমরা। মূলত আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের নীতিতে বিশ্বাসী। তাই দলের আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমান’র অনুর্গত হয়ে দলের সার্থে এবং জনগণের সার্থ হাসিলে আমরা আন্দোলন সংগ্রাম চালীয়ে যাব।
এসময় শতাধীক নেতৃবৃন্দের মিছিলে স্লোগানে জিয়ার সৈনিক দের’কে এক হওয়ার আহ্বান জানিয়ে লড়াই করার আহ্বান জানান এ আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দরা।