নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে টাপেন্টাডল নামক মাদকের ট্যাবলেট ও শুল্ক ফাঁকি দেওয়া বিপুল পরিমাণের ভারতীয় পণ্য’সহ দুইজন ব্যক্তিকে আটক করেছে র্যাব-১১।
এসময় এসব মালামাল পরিবহনের কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।
গতকাল (২৭ নভেম্বর) সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোডস্থ ওভারব্রিজের সামনে থেকে আটক করা হয় এদের।
আজ মঙ্গলবার দুপুরে র্যাব-১১ এর এএসপি ও মিডিয়া অফিসার সনদ বড়ুয়া’র স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আটককৃত ব্যক্তিরা হলেন, কুমিল্লা জেলার লাকসাম থানার বাবুল মিয়ার ছেলে আব্দুল আজিজ (২৬) এবং নোয়াখালী জেলার কবিরহাট থানার মৃত সেলিম মিয়ার ছেলে মোঃ শাহিন উদ্দিন (২২)।
র্যাব জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাংরোডস্থ ফুটওভার ব্রীজের নীচে সিএনজি স্ট্যান্ড সংলগ্নের উপর চেকপোস্ট বসিয়ে তল্লাশি করাকালীন সময়ে ৫০ লাখ টাকা মূল্যের অবৈধ টাপেন্টাডল ট্যাবলেট (মাদক) ও বিপুল পরিমান শুল্ক ফাঁকি দেওয়া ভারতীয়পণ্যসহ উক্ত কারবারিদের আটক করা হয়।
পরবর্তীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা র্যাবের কাছে শিকার করে বলে, দীর্ঘদিন যাবত বিশেষ কৌশলে এসব পন্য এনে নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল।
তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানানো হয়েছে।