নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছে জেলা ও উপজেলা প্রশাসন।
বুধবার (২৯ নভেম্বর) সকাল দশটায় লক্ষীনগরস্থ বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
জেলা প্রশাসকের পক্ষে সহকারী কমিশনার ভূমি(সদর) লায়লাতুন হোসেন, উপজেলা প্রশাসনের পক্ষে সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ দিদারুল ইসলাম শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজ্বী শওকত আলী, ফতুল্লা থানা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটি সদস্য আবুল হোসেন প্রধান, বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, বক্তাবলী ইউনিয়ন পরিষদের মেম্বার মোহাম্মদ ওমর ফারুক, মোহাম্মদ আলমগীর হোসেন, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ বাছির সরদার, মোহাম্মদ আল আমিন, আব্দুল কাদির ফকির, রাসেল ভান্ডারী, বক্তাবলী ইউনিয়ন পরিষদের সচিব নাজমুল আলম সরকার, সহকারী নূর মোহাম্মদ প্রমুখ।
পুষ্প অর্পণ শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।