আজ মহান ২৯শে নভেম্বর বক্তাবলী শহীদ দিবস। ১৯৭১ সালের আজকের এই দিনে দেশ মাতৃকার জন্য পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক বক্তাবলী পরগণার ১৩৯ জন শহীদ হয়। দিনটিকে ঘিরে প্রতিবছর বক্তাবলী পরগণার বিভিন্ন সামাজিক সংগঠন শহীদদের স্মরণার্থে কর্মসূচি পালন করে থাকে।
বক্তাবলী পরগণা ফরায়েজী আন্দোলন ও ময়ালী কমিটির উদ্যোগে লক্ষীনগর বধ্যভূমি সংলগ্নে ১৩৯জন শহীদ স্মরণে আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রথমে লক্ষীনগর পূর্বপাড়ায় অবস্থিত বধ্যভূমি জিয়ারত করে শহীদদের জন্য দোয়া ও মুনাজাত করেন, বক্তাবলী পরগণা ফরায়েজী আন্দোলন ও ময়ালী কমিটির মহাসচিব, মুফতি মোঃ মোখতার হোসাইন।
বুধবার (২৯ নভেম্বর) সকালে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আওলাদ হোসেন মেম্বারের সভাপতিত্বে, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের নেতৃবৃন্দদের মধ্যে বক্তব্য রাখেন, এডভোকেট আওলাদ হাসান, লোকমান হোসাইন, নুরে আলম সিদ্দিকী, গোগনগর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপাপ্ত সভাপতি আজিজ মাস্টার, সাধারণ সম্পাদক এবিএম আজহারুল ইসলাম, মোখলেছুর রহমান, আলহাজ্ব মনির হোসেন, সুলতান মাহমুদ, হাফেজ আবদুল মান্নান সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, সরদার গিয়াসউদ্দিন, সরদার সালেহ আহমেদ খোকন, সরদার সালাউদ্দিন, গাজী ছানাউল্লাহ, মুফতি লোকমান হোসাইন, সৈয়দ হোসেন, বাছির সরদার, এম এ মতিন, জামাল হোসেন, আবদুল কাদির, আবদুল বাতেন, নজরুল ইসলাম মাস্টার, আলম ফকির, রাশেদুল ইসলাম মাসুদ, মোক্তার হোসেন, মনির হোসেন, সালেহ আহমেদ, দেওয়ান আহমেদ উল্লাহ, সাদ্দাম কায়সার, তানভীর হাসান, বাহারুল সহ পরগণার বিভিন্ন গ্রামের নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন মাওলানা নূর হোসেন।