দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে একেএম শামীম ওসমানকে টানা তৃতীয় বারের মতো নৌকার প্রার্থী মনোনীত হওয়ায় ও মনোয়ন পত্র দাখিল করায় ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি ও কাশিপুর ইউনিয়ন চেয়ারম্যান এম সাইফুল্লাহ বাদল এর নির্দেশে ও কাশিপুর ইউনিয়ন যুবলীগ নেতা আলহাজ্ব নাজমুল হাসান সাজন’র নেতৃত্বে স্বাগত মিছিল করা হয়েছে।
শুক্রবার ( ১ ডিসেম্বর) বিকালে নির্বাচন কেন্দ্র পরিচালনা কমিটির আয়োজনে ৪ আসনে একেএম শামীম ওসমান কে নৌকা মার্কায় স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করা হয়েছে। এতে কাশিপুর ইউনিয়নের নির্বাচন ২৯ ভোট কেন্দ্র নির্বাচন কেন্দ্র পরিচালনা কমিটির আয়োজনে নৌকার সমর্থনে মিছিল করা হয়।
স্বাগত মিছিলটি নিয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের মিছিলে অংশগ্রহণ করেন যুবলীগ নেতা মুন্না আহম্মেদ।
যুবলীগ নেতা আলহাজ্ব নাজমুল হাসান সাজন এর নেতৃত্বে স্বাগত মিছিলে উপস্থিত ছিলেন, কাশীপুর ইউনিয়ন আওয়ামীলীগের কোষাধ্যক্ষ সুরুজ মিয়া, আইন সম্পাদক আবুল কালাম, কাশীপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ইমদাদুল হক খোকা, নারায়নগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সৌরভ, যুবলীগ নেতা মুন্না আহম্মেদ, তুষার, কাশেম, ছাত্রলীগ নেতা রিয়াজ উদ্দিন (কবির), যুবলীগ নেতা লিটন প্রমুখ।
নারায়ণগঞ্জ ৪ আসনে প্রতিটা ইউনিয়ন ও ওয়ার্ড ভিত্তিতে নেতা কর্মীরা কর্মসূচী অংশ হিসেবে একে এম শামীম ওসমান নৌকায় মনোনীত হওয়ায় স্বাগত মিছিল বের করা হয়।
উল্লেখ্য, গত ১৮ নভেম্বর থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি শুরু হয়। ২১ নভেম্বর সন্ধ্যায় মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে দলটির দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানান, ৩ হাজার ৩৬২টি মনোনয়নপত্র বিক্রি করেছে আওয়ামী লীগ। পরে ২৬ নভেম্বর বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন নারায়ণগঞ্জ ৪ আসনের সাংসদ জননেতা এ কে এম শামীম ওসমান এর নাম। ২৯ নভেম্বর জেলা প্রশাসক কার্যালয়ে সাংসদ পুত্র ও ছাত্রলীগের গর্ব তরুন নেতা অয়ন ওসমানকে সঙ্গে নিয়ে মনোয়ন পত্র দাখিল করা হয়। ৪ ডিসেম্বর মনোয়ন পত্র বাছাই। তফসিল ঘোষণা অনুযায়ী ২০২৪ সালে ৭ জানুয়ারীতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।