1. [email protected] : admin :
  2. [email protected] : Narayanaganj Press : Narayanaganj Press
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৬:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
এনসিপির সমাবেশে হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ নারায়ণগঞ্জে একই দিনে চার দলের পৃথক কর্মসূচি, শহরে উত্তেজনা গোপালগঞ্জ যেন আর মুজিববাদীদের আশ্রয় না হয়: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে সংঘর্ষ, নিহত ৪ গোপালগঞ্জবাসীকে সকল ধরনের উশৃঙ্খলতা থেকে বিরত থাকার আহ্বান জামায়াত আমিরের গোপালগঞ্জে রাত ৮টা থেকে ২২ ঘণ্টার কারফিউ গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলায় গভীর উদ্বেগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের মিটফোর্ডের ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যা: নারায়ণগঞ্জ থেকে আসামি নান্নু গ্রেপ্তার নারায়ণগঞ্জের সাত খুন মামলার আসামিদের কারাগারে জিজ্ঞাসাবাদের অনুমতি ব্যবসায়ী রিপনের রুহের মাগফিরাত কামনায় পোশাক প্রস্তুতকারক মালিক সমিতির দোয়া মাহফিল

আচরণবিধি লঙ্ঘনে শামীম ওসমান ও খোকাকে কারণ দর্শানোর নোটিশ

Reporter Name
  • Update Time : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ২১৫ Time View

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী সংসদ সদস্য একেএম শামীম ওসমান ও নারায়ণগঞ্জ-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিচারকদের নিয়ে গঠিত নির্বাচনী অনুসন্ধান কমিটি।

 

 

শনিবার তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। উভয় প্রার্থী বা তার কোনো প্রতিনিধিকে সংশ্লিষ্ট কমিটির সভাপতির কার্যালয়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক।

 

শুক্রবার শামীম ওসমানের পক্ষে ভোট চেয়ে ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানার প্রতিটি পাড়া-মহল্লায় মিছিল করেন তার অনুসারী আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রতীক বরাদ্দের আগে যা আচরণবিধি লঙ্ঘন।

 

অন্যদিকে, আচরণবিধি লঙ্ঘন করে বৃহস্পতিবার কয়েকশ’ নেতাকর্মী ও সমর্থকদের মিছিল নিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন লিয়াকত হোসেন খোকা। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

 

 

এদিকে, শামীম ওসমানের অনুসারী যুবলীগের নেতা জানে আলম বিপ্লবকে কারণ দর্শানোর নোটিশ দেন সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেদারুল ইসলাম। বৃহস্পতিবার জানে আলম বিপ্লবের নেতৃত্বে ফতুল্লার তল্লা এলাকায় শামীম ওসমানের পক্ষে নৌকা প্রতীকে ভোট চেয়ে মিছিল করেন অনুসারী নেতাকর্মীরা। প্রতীক বরাদ্দের আগে কোনো প্রার্থীর পক্ষে মিছিল বা ভোট প্রার্থনা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। পরে শনিবার জানে আলম বিপ্লব সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করেন।

 

তিনি জানান, আচরণবিধির নিষেধাজ্ঞার ব্যাপারে তিনি অবগত ছিলেন না। অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করে ভবিষ্যতে এমন কাজ না করার অঙ্গীকার ব্যক্ত করেন বিপ্লব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© ২০২৩ | সকল স্বত্ব  নারায়ণগঞ্জ প্রেস কর্তৃক সংরক্ষিত
Designed by RIAZUL