কুমিল্লার চৌদ্দগ্রামের ছুপুয়ায় ভূমিকম্পের সময় আতঙ্কে
কারখানার বাইরে বেরোতে গিয়ে অন্তত ৭৬ জন পোশাক শ্রমিক আহত হয়েছেন।
শনিবার(২ ডিসেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে আমির শার্টস লিমিটেড কারখানা থেকে আতঙ্কিত হয়ে বাইরে বের হতে গিয়ে আহত হন শ্রমিকেরা।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী মেডিকেল অ্যাসিসটেন্ট সোলায়মান বাদশা দ্য ডেইলি স্টারকে জানান, এই পর্যন্ত ৭৬ জন চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন তার মধ্যে চার জনকে কুমিল্লা মেডিকেলে পাঠানো হয়েছে। বাকিরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
চৌদ্দগ্রাম সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, ‘ভূমিকম্পের পর আতঙ্ক ছড়িয়ে পড়ে। কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। ইতোমধ্যেই পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে ছুটে গেছেন।’
চৌদ্দগ্রাম সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, ‘ভূমিকম্পের পর আতঙ্ক ছড়িয়ে পড়ে। কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। ইতোমধ্যেই পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে ছুটে গেছেন।’
স্থানীয়রা জানায়, কারখানাটি তিন তলার। ভূমিকম্পের পর পোশাক কারখানা থেকে দ্রুত বের হওয়ার সময় আহত হন শ্রমিকেরা। কয়েকজন অভিযোগ করেন, ঘটনার সময় কলাপসিবল গেট তালাবদ্ধ ছিল।
জানাযায় দেশব্যাপী সকাল ৯টা ৩৫ মি: এ ভূমিকম্পের সময়ের মাত্রা ছিল ৫.২ মাত্রায় ছিল।