প্রেস বিজ্ঞপ্তি: নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক জান্নাতুল ফেরদৌসের ৪র্থ মৃত্যুবার্ষিকীতে শোক প্রকাশ করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি।
রবিবার(৪ নভেম্বর) বিকালে নেতৃবৃন্দদের মাধ্যমে এ শোক প্রকাশ করেন বিএনপির নেতৃবৃন্দরা।
এ বার্তায় নারায়ণগঞ্জ প্রেস’ কে জানান, মরহুমের রুহের মাগফেরাত কামনা, পরিবারের প্রতি সমবেদনা ও গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম, শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল, মহানগর যুবদলের সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।
এ শোক বার্তায় নেতৃবৃন্দরা বলেন, জান্নাতুল ফেরদৌস ছিলেন বিএনপি তথা জাতীয়তাবাদী আর্দশের একজন নিবেদিত প্রাণ। তার মৃত্যুতে নারায়ণগঞ্জ বিএনপি একজন অভিভাবক হারিয়েছে। তার রুহের মাগফেরাত কামনা করি ও শোকাহত পরিবারে প্রতি সমবেদনা জানাই।