মা’কে ডাক্তার দেখাতে গিয়ে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা(৪৫)কে র্যাব ১০ এর সাদা পোশাকের একটি দল তুলে নিয়েগেছে নিশ্চিত করেছেন রানার মা।
বৃহস্পতিবার ( ৭ ডিসেম্বর ) বিকাল সোয়া ৩ টায় ঢাকায় আজগর আলী হসপিটালের ভিতরে প্রবেশ করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষটি শাখাওয়াত ইসলাম রানার মা নিশ্চিত করে নারায়ণগঞ্জ প্রেস’কে জানান, আমাকে ঢাকা আজগর আলী হসপিটালে ডাক্তার দেখাতে নিয়ে যান ছেলে শাখাওয়াত ইসলাম রানা। পরে ডাক্তার দেখানোর শেষে রানা হাসপাতালের ভিতরে ওষুধ কিনতে গেলে ১০/১২ জনে লোক এসে তাকে নেওয়ার চেষ্ঠার সময় এজনকে বলি বাবা আপনারা কারা ওকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে । তারা আমাকে বলেন মা আপনি কোন চিন্তা করবেন না। ফতুল্লা থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে তাই তাকে নিতে এসেছি। আপিনি কোন চিন্তা করবেন না সে কোন চোর বা ডাকাতও নয়। আমরা তাকে নিয়ে ফতুল্লা থানায় হস্তান্তর করব। এসময় একজনের গায়ে কটি পড়া ছিল আর সকলে বিভিন্ন ধরণের শার্ট ও টি শার্ট পোশাক পরা ছিল। তাদেরকে জিজ্ঞাসা করলে আমাকে বলেছেন র্যাব।
তবে এ প্রতিবেদন লেখা পূর্বে আইনশৃঙ্খলা বাহিনীর কোন মন্তব্য পাওয়া না গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি পাওয়া গিয়েছে।