বেগম রোকেয়া দিবস ও শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান উপলক্ষ্যে আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ ডিসেম্বর) বেলা ১১টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এবছরে ৫ জন যে নারী সম্মাননা পেলেন প্রথমস্থানে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী সানজিদা রহমান মুনমুন, দ্বিতীয় শিক্ষা ও চাকরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী আজমিয়ারা পারভীন, তৃতীয় সফল জননী নারী সালমা সুলতানা, চতুর্থ নারী রুবীনা বেগম, পঞ্চম নারী রাহিমা আক্তার লিজা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হক।
এ সময় তিনি বলেন, একটা সময় ছিলো যখন নারীরা চরমভাবে অবহেলিত ছিলো। তারা শুধুমাত্র গৃহস্থালি কাজ করতো। তাদের কোন প্রকার চাহিদা পূরণ হতোনা। সন্তান জন্মদান আর ঘরের কাজের বাইরে তারা কোন কাজ করতে পারতোনা। কিন্তু একসময় নারীরা তাদের এ গন্ডি থেকে বের হতে শুরু করে। বাংলাদেশে সর্বপ্রথম যিনি নারীদের অধিকারের বিষয়ে কথা বলেন তিনি হলেন বেগম রোকেয়া। তাদের মত নারীরা এগিয়ে এসেছে বলেই আজকে নারীরা অনেক কিছুর সাথে জড়িত। আমরা চাই নারীরা প্রতিটি ক্ষেত্রে তাদের প্রতিভার স্বাক্ষর রাখুক। নারীকে স্বাবলম্বী হতে হলে শিক্ষার কোন বিকল্প নেই।
বক্তব্য শেষে জয়িতাদের মাঝে চেক বিতরণ করা হয়।
আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বির সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডাঃ এ.এফ.এম মুশিউর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল ইসলাম, সফল জয়িতা মহিলা সংঘের সভানেত্রী বীর মুক্তিযোদ্ধা ফরিদা আক্তার, অধ্যক্ষ শিরিন বেগম, কাউন্সিলর মনোয়ারা বেগম, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটির এড.নূর জাহান, শরীফ মোহাম্মদ আরিফ মিহির প্রমুখ।