জুম্মন সোহেল: স্মার্ট বাংলাদেশ, স্মার্ট ক্রীড়াঙ্গণ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা বাংলাদেশে একযোগে
মহান বিজয় দিবস উপলক্ষ জাতীয় ক্রীড়া পরিষদ ফেডারেশন ফোরাম বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে ও নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু’র উদ্যোগে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ১৩ ডিসেম্বর ) সকালে সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স থেকে র্যালী শুরু হয়ে ঢাকা – নারায়ণগঞ্জ পুরাতন সড়ক প্রদক্ষিণ করে চাষাড়া শহীদ জিয়া হলে এসে জেলা ক্রীড়া সংস্থার র্যালীটি শেষ করা হয়।
র্যালী পূর্বে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু বলেন, মহান বিজয় দিবসকে সামনে রেখে বিভাগীয় জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ, জাতীয় ক্রীড়া পরিষদ ফেডারেশন ফোরাম বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের যৌথ আয়োজন আজকে এ র্যালি হচ্ছে। যেটি সাড়া বাংলাদেশে এক যুগে অনুষ্ঠিত হবে। কারণ আমরা বঙ্গবন্ধুকে পেয়েছিলাম বলে আজ আমরা বাংলাদেশ পেয়েছি। বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে সে উন্নয়নের ধারাবাহিকতার যেন অব্যাহত থাকে।
তিনি আরোও বলেন, প্রধানমন্ত্রীর হাত ধরে আমরা যে স্মার্ট বাংলাদেশের সাথে স্মার্ট ক্রীড়াঙ্গন পাব সে আশায়
আজকে সাড়া বাংলাদেশের সমস্ত ক্রীড়া পরিবার একত্রিত হয়ে এ আনন্দ র্যালি করা হয়েছে। আমরা আশা করছি মাননীয় প্রধানমন্ত্রী আগামীতে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন এবং স্মার্ট বাংলাদেশের সাথে সাথে স্মার্ট ক্রীড়াঙ্গণও ঘঠন করবেন। আমাদের ক্রীড়ার যে পরিচিতি সেটা যেন সাড়া বিশ্বব্যাপী থাকে সেই জন্য আজকে আমাদের এ আনন্দ র্যালী।
র্যালীতে উপস্থিত ছিলেন মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা আনজুমান আরা আকসির ও সহ সাধারণ সম্পাদিকা রোকসানা খবির, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি ফারুক বিন ইউসুফ পাপ্পু, অতিরিক্ত সাধারণ সম্পাদক জাকির হোসেন শাহিন, যুগ্ম সম্পাদক খোরশেদ আলম নাসির,সদস্য ফিরোজ মাহমুদ সামা,মোঃ আসলাম,মাহবুবুল হক উজ্জল, এস.এম রানা, নুরুল ইসলাম,মাহবুব হোসেন বিজন, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি শহীদ হোসেন স্বপন, সদস্য মাহমুদ হোসেন সুজন সহ জেলার ক্রিকেট কোচ ও খেলোয়াড় প্রমুখ।