1. [email protected] : admin :
  2. [email protected] : Narayanaganj Press : Narayanaganj Press
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৮:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
এনসিপির সমাবেশে হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ নারায়ণগঞ্জে একই দিনে চার দলের পৃথক কর্মসূচি, শহরে উত্তেজনা গোপালগঞ্জ যেন আর মুজিববাদীদের আশ্রয় না হয়: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে সংঘর্ষ, নিহত ৪ গোপালগঞ্জবাসীকে সকল ধরনের উশৃঙ্খলতা থেকে বিরত থাকার আহ্বান জামায়াত আমিরের গোপালগঞ্জে রাত ৮টা থেকে ২২ ঘণ্টার কারফিউ গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলায় গভীর উদ্বেগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের মিটফোর্ডের ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যা: নারায়ণগঞ্জ থেকে আসামি নান্নু গ্রেপ্তার নারায়ণগঞ্জের সাত খুন মামলার আসামিদের কারাগারে জিজ্ঞাসাবাদের অনুমতি ব্যবসায়ী রিপনের রুহের মাগফিরাত কামনায় পোশাক প্রস্তুতকারক মালিক সমিতির দোয়া মাহফিল

এমপি সেলিম ওসমান’র পক্ষে ১৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের নির্বাচনী আলোচনা সভা 

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৭ Time View
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৫ নং ওয়ার্ড  আওয়ামীলীগের আয়োজনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে একে এম সেলিম ওসমান এর নির্বাচনী আলোচনা সভায় প্রধান অতিথি মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা’র বক্তব্যে  ১৫ নং ওয়ার্ড আওয়ামীলীগ’কে নির্দেশনায় নির্বাচনে সেলিম ওসমানের পক্ষে কে মাঠে নামলো আর কে নামলো না সেটা দেখার বিষয় না, শেখ হাসিনার পরিকল্পনা বাস্তবায়নে নারায়ণগঞ্জ ১৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের নির্বাচনে মাঠে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
শনিবার ১৬ ডিসেম্বর  সন্ধ্যা ৭টায় পুরাতন কোর্ট এলাকায় অবস্থিত তার ব্যক্তিগত রাজনৈতিক কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের ১৫নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, কে নির্বাচনে নামলো আর কে নামলো না এটা দেখার দরকার নাই। অনেকেই মনোনয়ন কিনেছেন কিন্তু দল কাউকে মনোনীত করেননি, আবার স্বতন্ত্র প্রার্থী হওয়ার সুযোগ থাকলে কেউ প্রার্থী হোননি। কেন্দ্রীয় নেতাদের ফোন করে ছিলাম ওনারা আমাকে বলেছেন নারায়ণগঞ্জ-৫ আসনে একেএম সেলিম ওসমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রার্থী এটাই ওনার সিদ্ধান্ত। তাই আমরা প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে বাস্তবায়নে কাজ করবো। সেলিম ওসমান সিটি কর্পোরেশনে সকল ওয়ার্ডে কর্মসূচী ঘোষণা করবে। মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিটি ওয়ার্ডে এমপি সেলিম ওসমানকে নির্বাচনী কাজে সহযোগীতা করবেন।  আমাদের কাজ আমরা শতভাগ স্বতস্ফুর্ত ভাবে করবো।
এসময় ১৫ নং ওয়ার্ড এসএম মালেহ রোড সদর থানা সংলগ্নে নারায়ণগঞ্জ ৫ আসনের নির্বাচনী প্রধন প্রচার কেন্দ্রর স্থান ঘোষনা করা হয়।
১৫নং  আওয়ামী লীগের  সভাপতি আব্দুর রহিম’র সভাপতিত্বে ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ জি এম আরমান’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, ১৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামরুল হাসান মুন্না, আওয়ামীলীগ নেতা সাহাবুদ্দিন মাস্টার, জেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদ সভাপতি ও ১৫নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা এইচ এম রাসেল, শ্রমিকলীগ নেতা আনোয়ার হোসেন আনু, জেলা তাতীলীগের আহ্বায়ক চৌধুরী আলম সাহেদ।
এসময় আরোও উপস্থিত ছিলেন, ১৫ নং ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক মো.সোহেল, মহানগর মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদের সভাপতি হামদান-উর রহমান শান্ত, আওয়ামীলীগ নেতা সঞ্জয় সাহা,  সাগর দেব নাথ, পঙ্কজ সাহা, মোশারফ হোসেন মিনার, সাইফুদ্দিন আহম্মেদ বাবু, মো.হানিফ, মোক্তার হোসেন, নূরে আলম খান, কাঞ্চন সেন, ছাত্রলীগ নেতা রায়হান ভূঁইয়া, জয় সেন সহ আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© ২০২৩ | সকল স্বত্ব  নারায়ণগঞ্জ প্রেস কর্তৃক সংরক্ষিত
Designed by RIAZUL