মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহার নেতৃত্বে মহান বিজয় দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শনিবার ১৬ ডিসেম্বর সকালে পুরাতন কোর্ট এলাকায় অবস্থিত অ্যাডভোকট খোকন সাহার ব্যক্তিগত রাজনৈতিক কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধাঞ্জলি শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
শ্রদ্ধা নিবেদন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর নেতৃবন্দের সাথে সংক্ষিপ্ত আলোচনা সভায় অংশ নেন অ্যাডভোকেট খোকন সাহা।
এ সময় তিনি বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান তুলে ধরে বলেন। রাতারাতি কারো পক্ষেই সব সমস্যার সমাধান করা সম্ভব নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনায় থাকলেও এদেশের ধর্মীয় সংখ্যালঘুরা নিরাপদ থাকবে। তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের অনেক সমস্যাই সমাধান করেছেন। বাকি যতটুকু সমস্যা রয়েছে আগামীতে আবারো ক্ষমতা আসলে সেই সমস্যা সমাধান করে ফেলবেন। তাই আগামী নির্বাচনে আবারো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে আপনারা ওনার মনোনীত প্রার্থীরকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
শ্রদ্ধা নিবেদন কালে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি রবিউল হোসেন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহমুদা মালা, দপ্তর সম্পাদক বিদ্যুৎ কুমার সাহা, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ওয়াজেদ আলি খোকন, মহানগর তাঁতী লীগের আহ্বায়ক চৌধুরী এইচএম শাহেদ, সিদ্ধিরগঞ্জ আওয়ামী লীগ নেতা এস এম নয়নসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।