আগামী নির্বাচনে নৌকা মার্কা ও মহাজোটের প্রার্থীর জন্য কাজ করতে মুক্তিযোদ্ধা প্রতি অনুরোধ জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই। তিনি বলেছেন আগামী নির্বাচনে আপনারা নৌকা মার্কা ও মহাজোটের প্রার্থীর জন্য কাজ করে তাদেরকে জয়যুক্ত করবেন।
রোববার ১৭ডিসেম্বর বিকেলে বন্দর খেয়াঘাট সংলগ্ন নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বিজয় দিবস উপলক্ষ্যে সকল শহীদ ও প্রয়াত মুক্তিযোদ্ধাদের স্মরনে দোয়া অনুষ্ঠানের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা একথা বলেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে উক্ত দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার হয়েছে। কিন্তু এই হত্যাকান্ডেরর পেছনে কুশিলবদেরও বিচার হওয়ার প্রয়োজন। আমরা সেই কুশিলবদের নাম প্রকাশের দাবী জানাচ্ছি। কুশিলবরা হয়তো অনেকেই মৃত্যুবরণ করেছেন। অত্যন্ত সেই মৃতদের বিচার করতে না পারলেও নাম প্রকাশ হলে তাদের প্রতি ঘৃণাতো জানাতো পারবো।
ভারতের সাবেক প্রতি ইন্ধিরা গান্ধিকে স্মরণ করে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতীয় সৈন্যদের অবদান এবং প্রথম স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ায় ভারত ও ভুটানের প্রতি কৃজ্ঞতা প্রকাশ করেন তিনি।
আলোচনা সভায় সভাপতিত্বে করেন বাংলাদেশে মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার মোহাম্মদ আলী। তিনি বলেন, আমরা মুক্তিযোদ্ধা আজ সম্মান ও ভাতা সহ যে সকল সুযোগ সুবিধা পাচ্ছি তা শুধুমাত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্যই পাচ্ছি। এটা শেখ হাসিনার অবদান। শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে এসকল সুযোগ সুবিধা আবারো বন্ধ হয়ে যাবে। স্বাধীনতার ৫২বছর পরে এসে পরাজিত শক্তিরা শেখ পরিবারের পেছনে লেগে আছে। আমরা মুক্তিযোদ্ধার শেখ হাসিনাকে পেছন থেকে শক্তি জোগালে সেই পরাজিত শক্তি কিছুই করতে পারবেনা। তাই সকল মুক্তিযোদ্ধাদের প্রতি আমার আহবান আপনারা আগামী নির্বাচনেও শেখ হাসিনার পাশে থেকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে ভূমিকা পালন করবেন।
দোয়ায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার অ্যাডভোকেট নুরুল হুদ, সাবেক কমান্ডার সামিউল্লাহ মিলন, মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ, মুক্তিযোদ্ধা মঞ্জু মিয়া, মুক্তিযোদ্ধা আলী হোসেন, মুক্তিযোদ্ধা নূর উদ্দিন আহম্মেদ মুক্তিযোদ্ধা আলী হোসেন।