শনিবার (১৬ই ডিসেম্বর) বিকেলে আনন্দমুখর পরিবেশে নিজ সন্তান ও পরিবারের সকল সদস্যদের নিয়ে তিনি এ বিজয় মিছিলের নেতৃত্ব দেন।
বিজয় র্যালীটি কলেজ রোড থেকে শুরু করে চাষাড়া গোল চত্বর হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে চাষাড়া বিজয়স্তম্ভে ১৯৭১ সালের পাক-হানাদার বাহিনীর হাতে নিহত হওয়া শহিদদের প্রতি তিনি শ্রদ্ধা নিবেদন করেন।
বিজয় র্যালীতে এসময় আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা কাজি আমীর, আওয়ামীলীগ নেতা হামিদ প্রধান, মোঃ রহমত উল্লাহ, আক্তার নূর, মো. নাসির, মো. খায়রুদ্দিন মোল্লা, মো. হোসেন রেজা, মো. সুমন, জেলা ছাত্রলীগের সাবেক কর্ম ও বাস্তবায়নের সম্পাদক মনির হোসেন,, ইফতি, মোঃ সাইদুর রহমান সেন্টু সহ জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।